প্রশ্ন : গ্রামীণ সমাজসেবা কী? বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর : ভূমিকা : বাংলাদেশ প্রধানত কৃষিপ্রধান ও গ্রামভিত্তিক দেশ। পল্লীর শিশু মহিলা, অর্ধশিক্ষিত বেকার যুবক ও ভূমিহীন শ্রমিকরা পল্লী এলাকায় চালু উন্নয়নমূলক কর্মসূচির আওতাভুক্ত নয়। তাছাড়া গ্রামে আধুনিক সুযোগ-সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। গ্রামের জনসাধারণ নানাবিধ সমস্যা যেমন দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব, জনসংখ্যা বিস্ফোরণ, ক্ষুধা, অস্বাস্থ্যকর পরিবেশ, অপুষ্টি, স্বাস্থ্যহীনতা ইত্যাদি। গ্রামীণ লোকদের উক্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে তাদের অর্থনীতির পুনর্গঠন ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টির মাধ্যমে শহরমুখী জনস্রোত প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগ কর্তৃক ১৯৭৪ সালে এএম মোজাম্মেল হোসেনের গতিময় নেতৃত্বে যে কর্মসূচি চালু করা হয় তা পল্লী সমাজসেবা কর্মসূচি নামে পরিচিত। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ১৯টি জেলার ১৯টি থানায় এ কর্মসূচি চালু করা হয়। বর্তমানে সমাজসেবা অধিদফতর তার জাতীয় দারিদ্র্য বিমোচন কর্মসূচি পল্লী/গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের অধীনে মোট ৪৬১টি থানায় এ কার্যক্রম পরিচালনা করছে। [চলবে]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।