সুনামগঞ্জের ছাতক জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের উত্তর বড়কাপন গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ৩২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাড়ে ১৬ শতাংশ জমির মালিকানা নিয়ে উত্তর বড়কাপন গ্রামের এহসানুল হক ও একই গ্রামের তাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বিরোধকৃত ভূমিতে তাজ উদ্দিন পাকাঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। গতকাল সকালে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির জের ধরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টার দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।