'আমরা নিজেদের ফলাফলের ওপর নির্ভর করে পরের রাউন্ড নিশ্চিত করিনি। আমরা নকআউট পর্বে উঠেছি। কারণ, শালকে কোনো ফলাফল নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়েছে।' হোসে মরিনহো এভাবেই নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন সুইস ক্লাব ব্যাসেলের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর। সেন্ট জ্যাকব পার্কে পরাজিত হওয়ার আগে মৌসুমের শুরুর দিকে ব্যাসেলের কাছে স্ট্যামফোর্ড ব্রিজেও পরাজিত হয়েছিল মরিনহোর চেলসি। তবে পরাজিত হলেও চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব ঠিকই নিশ্চিত হয়েছে ব্লুজদের। মরিনহোর ক্ষোভটা এখানেই। নকআউট পর্বটা নিজেদের অর্জিত নয় বলে তার ক্ষোভটা আরও বেড়েছে। তবে অসন্তুষ্ট হলেও পরের রাউন্ড নিয়ে এখন থেকেই চিন্তা শুরু করেছেন পর্তুগিজ এই কোচ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।