ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ মঙ্গলবার বেলা একটার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মজীনা এ কথা বলেন।
সচিবালয়ে আজ নির্বাচনকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন মজীনা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি চলমান সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দলের মধ্যে সংলাপের ওপরও জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায়, এ জন্য আমরা আলোচনা করেছি। আমরা এখনো মনে করি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করা দরকার। এখনো কিছু সময় আছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে অর্থবহ নির্বাচনের পথ বের করা যায়। ’
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ নির্বাচনকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ড্যান মজীনার বৈঠক করার কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।