নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতল্লায় অ্যাডভোকেট মোহাম্মদ মালেক ফরাজী (৪০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রীর ভাই বাদী হয়ে আজ দুপুরে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতজনদের আসামী করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আজ দুপুরে ফরাজীর স্ত্রী তাহমিনা আকতার পপির ভাই পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় কারো নাম উলস্নেখ করা হয়নি।
আসামী করা করা হয়েছে অজ্ঞাতজনদের।
প্রসঙ্গত রোববার দিনগত রাত ১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতল্লার দেলপাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মোহাম্মদ মালেক ফরাজী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল মৃত আব্দুল হকের ছেলে। সে ফতুল্লার চাঁদমারী এলাকায় জেলা পরিষদ সংলগ্ন এলাকাতে স্ত্রী ও ২ সন্তান নিয়ে ভাড়া থাকতো। তাদের বাড়ি ঢাকার ধানমন্ডি ডিওএইচএস এ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।