আমাদের কথা খুঁজে নিন

   

পেট কেটে পালালেন ডাক্তার

মৌলভীবাজারের বড়লেখায় চামরার ভেতর টিউমার অপারেশন করতে গিয়ে গৃহবধূর পেট কেটে পালিয়েছেন ডাক্তার। উপজেলার পলি ক্লিনিকে বুধবার রাতে এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী মাখন মিয়া জানান, সিলেট বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেঙ্রে চিকিৎসক ডা. কাজী নাসেমুজ্জামানের বড়লেখায় চেম্বার রয়েছে। বড়লেখা বাজারে তার চেম্বারে গত মঙ্গলবার আফিয়াকে পেটের চামড়ার ভেতর টিউমারের চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর পলি-ক্লিনিকে অপারেশনের পরামর্শ দেন। বুধবার রাতে নাসেমুজ্জামান গৃহবধূর পেট কেটে কিছু না পেয়ে সিলেট পাঠানোর কথা বলেন। রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে পড়লে পালিয়ে যান ডাক্তার। ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ওসমানি মেডিকেলে পাঠায়। নাসেমুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.