আমাদের কথা খুঁজে নিন

   

থাই রাজার জন্মদিনে পরিস্থিতি শান্ত

থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ গতকাল তার ৮৬তম জন্মদিনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জনগণকে দেশের স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। গত কয়েক দিন ধরে রাজপথে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের পর রাজার জন্মদিন উপলক্ষে উভয় পক্ষ সাময়িকভাবে শান্তি বজায় রাখতে সক্ষম হয়। দেশটির রাজা ভূমিবল দেশের অনেক মানুষের কাছে দেবতুল্য শ্রদ্ধার পাত্র, তাই তার জন্মদিন উপলক্ষে বুধবার থেকে সাময়িক শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে। এক আনুষ্ঠানিক উৎসবে রাজা বলেন, 'সবাই একসঙ্গে কাজ করায় দেশ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ছিল। থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা, বিরোধীদলীয় নেতারা ও সেনাবাহিনী প্রধানসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজা বলেন, 'সব থাই নাগরিকের এটি উপলব্ধি করা উচিত এবং দেশের মঙ্গলের জন্য কাজ করা উচিত। আর এ মঙ্গল হচ্ছে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা।' থাইল্যান্ডের টিভি চ্যালেনগুলোতে রাজার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। জন্মদিন উপলক্ষে মধ্যাঞ্চলের উপকূলীয় শহর হুয়া হিনে হাজার হাজার মানুষ হলুদ পোশাকে সজ্জিত হয়ে রাজপ্রাসাদের আশপাশে সমবেত হয়। গত আগস্টে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাজা ভূমিবল এখানে বাস করছেন। সমর্থকরা থাই জাতীয় পতাকা উড়িয়ে 'রাজা দীর্ঘজীবী হউন' স্লোগান দেয়। এর আগে একটি রাজকীয় শোভাযাত্রা শহরের সড়ক প্রদক্ষিণ করে রাজপ্রাসাদে এসে শেষ হয়। এদিকে রাজার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে রাজপথে বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত থাকলেও আজ তা আবার শুরু হওয়ার কথা রয়েছে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.