প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র উপহার নিয়ে নিজের অফিস সাজিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার সার্কেল এএসপি রেজাউল কবির। মাত্র দেড় মাস পূর্বে জয়েন করলেও এই এএসপি'র বিরুদ্ধে থানায় আটকে ঘুষ আদায়, গ্রেফতার বানিজ্যের ব্যাপক অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ২০ শে অক্টোবর কেরানীগঞ্জ সার্কেল এএসপি হিসেবে জয়েন করেন রেজাউল কবির। জয়েন করেই ফোর্সদের মাধ্যমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে উপহার চেয়ে পাঠান। এরই মধ্যে তিনি বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র নিয়ে তার অফিস সাজানা।
এ বিষয়ে জানতে চাইলে এএসপি রেজাউল কবির জানান, যারা পুলিশ ফ্রেন্ড তাদের কাছ থেকে অনুদান নিয়ে অফিস সাজানো হয়েছে। এটা তারা স্বেচ্ছায় করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।