আমাদের কথা খুঁজে নিন

   

একটি হেঁচকি বা হিক্কা কাহিনী

.

বলা নেই কযা নেই সকালবেলা হঠাত হেঁচকি উঠা শুরু হল ।আরে একি বিপদ! ২-৩ মিনিট হয়ে গেল হেঁচকি থামার কোন নাম গন্ধ নাই। জানা মতে পানি খেলে হিক্কা বন্ধ হওয়ার কথা। কিন্তু বিধি বাম, প্রায় এক জগ পানি শেষ, পেট ফুলে ডোল তবুও হিক্কা আমার বন্ধ হয়না ! মাথায় এল গুগল মামাকে জিগাইলে কেমন হয়? লিখলাম হাউ টু গেট রিড অব হিক্কা ? মামার অনেক সাজেস্ট থেকে একটা পেইজ ওপেন করে তো আমার চক্ষু চড়ক গাছ - ওেরে বাপ রে কয় কি! গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্টের চার্লস অসবর্ন নামের এক ব্যাক্তি এক টানা ৬৮ বছর হেঁচকি দিছে: #( এটা পইড়া আমার হেঁচকি উঠা আরও বেড়ে গেল ঐ অসবর্ন প্রতি ১০ সেকেন্ডে এক বার হেঁচকি দিত, আমার শুরু হল প্রতি ৫ সেকেন্ডে একটা ভয় পেয়ে গেলাম । চোখের সামনে ভেসে উঠলো নিজের হিক্কাময় জীবন।মানুষের সাথে কথা বলছি আর হিক্কা তুলছি, ঘুমাচ্ছি - ঘুমের মধ্যে হিক্কা দিচ্ছি এমন কি কল্পনা করলাম- বিয়ের আসরে আমি মুখে রুমাল দিয়ে বসে আছি -আর একটু পর পর হিক্কা তুলছি। পাত্রী পক্ষ আমাকে নিয়ে কানা-ঘুষা শুরু করেছে । অবস্থা আরও খারাপের দিকে যাবার আগেই আমি সম্ভিত ফিরে পেলাম । খেয়াল করলাম আমার আর হেঁচকি উঠছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.