আমাদের কথা খুঁজে নিন

   

ধসে পড়বে মার্কিন অর্থনীতি!

চীন ও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্র বাণিজ্যিক লেনদেনে ডলার বর্জন করায় ধসে পড়বে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা। এ মন্তব্য করেছেন মার্কিন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক লিন ডিন। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিন বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়েছে। কারণ চীন ও রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ ডলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ডিন উদ্বেগ প্রকাশ করে বলেন, রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহৃত না হলে তার মূল্য অনেক কমে যাবে। এতে মার্কিন জনগণের জীবন অনেক কঠিন হয়ে উঠবে। সামনের মাসগুলোতে দেখা যাবে এ পরিস্থিতি কতটা মারাত্দক। এ সময় যুক্তরাষ্ট্রের বিপর্যয়কর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নিশ্চুপ থাকায় মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেন লিন ডিন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারের ব্যাপারে মার্কিন গণমাধ্যম মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি বলেন, বেকারত্বের হার ৭ শতাংশ বলা হচ্ছে। এটা ডাহা মিথ্যা কথা। আসল বিষয় হলো, ৪৭ শতাংশ মার্কিন জনগণের পূর্ণকালীন চাকরি রয়েছে। বাকি ৪০ শতাংশ কর্মজীবী মানুষের বার্ষিক আয় ২০ হাজার ডলারেরও নিচে। তিনি মার্কিন জনগণের আয়ের সঙ্গে মাসিক খরচেরও তুলনামূলক আলোচনা করেন। মার্কিন অর্থ ব্যবস্থায়, ধনীরা আরও ধনী হচ্ছে এবং গরিব মানুষ ধীরে ধীরে আরও বেশি দরিদ্রতার কবলে পড়ছে বলেও উল্লেখ করেন মার্কিন এ বিশ্লেষক। ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.