আমাদের কথা খুঁজে নিন

   

একই গানে সাত শিল্পী**

আগামী ১৬ মার্চ থেকে ঢাকাতে শুরু হতে যাচ্ছে 'টি-২০ বিশ্বকাপ ক্রিকেট'। 'টি-২০'কে ঘিরেই এবার একটি গান লিখেছেন জিয়া উদ্দিন আলম। দেশাত্দবোধক এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। রবিবার সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। 'খেলবে খেলা টি-২০, জেগে উঠবে বীর বাঙালি' এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সাত সংগীতশিল্পী। শিল্পীরা হলেন বেলাল খান, লোপা হোসেইন, অরিন, মাহমুদ সানী, অয়ন চাকলাদার, কর্ণিয়া ও বাঁধন। মিউজিক ভিডিওতে প্রত্যেক শিল্পীই অংশগ্রহণ করছেন। জিয়া উদ্দিন আলম বলেন, 'হতে পারে এটা আমার জীবনের সেরা একটি কাজ। কারণ দেশাত্দবোধক কোনো গান লেখা বা মিউজিক ভিডিও করা এবারই প্রথম। সবার আন্তরিক অংশগ্রহণে আমি মুগ্ধ। সবার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।' শিল্পীরা প্রত্যেকেই জানান, এবারই প্রথম তারা কোনো মৌলিক দেশাত্দবোধক গানে কণ্ঠ দিলেন। দেশের গানে কণ্ঠ দিতে পেরে সবাই অনেক উচ্ছসিত। টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.