মধ্যযুগের পদাবলি
[শাফিক আফতাব]
এই দেখোনা কেমন যাদু তুমি কাছে এলে
পাহাড় গলে ঝর্ণা হয় প্রেমের কথার ছলে
তুমি এলে শিশির ঝরে ঘাসের শাখার পরে
তুমি এলে চাঁদ উঠে হায় আমার কুঁড়েঘরে
কী আছে হায় তোমার কাছে এমন কেনো হয়
তোমায়ে দেখে দুঃখ গুলো কোথায় যেন পালায়
তোমার ছোঁয়ায় ফুলগুলো সব আপনিই ফুটে যায়
তোমায় দেখে দুর্বাঘাসে শিশির ঝরে যায়।
তোমায় আমি কেমন করে আপন করে নিলাম
কখন আমি স্বর্গলোকে মদির সুধা খেলাম
কখন আমি তোমার তরে জীবন দিলাম বিলে
কখন আমি হারিয়ে গেলাম তোমার অথই নীলে
কখন তুমি আপন করে বাসলে ভালো আমায়
এখন আমি তোমায় নিয়ে থাকি আপন অমায়।
১৪.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।