মুভি : Mindhunters (2004)
ধরণ : Action | Crime | Drama
রিলিজের তারিখ : 13 May 2005 (USA)
আইএমডিবি রেটিং : 6.3/10 from 34,473 users Metascore: 33/100
আমার রেটিং : ৮ / ১০
পরিচালক : Renny Harlin
লেখক : Wayne Kramer
মূল চরিত্রে অভিনয় করেছেন : Val Kilmer, LL Cool J and Christian Slater
চলচ্চিত্রটির বাজেট ছিল – $27 মিলিয়ন ডলার..
বক্স অফিসে আয় করেছে – $21,148,829 ডলার..
রহস্য!! কি বলবো রহস্য নিয়ে যেখানে আমাদের জীবনটাই একটা বড় রহস্য, তবুও রহস্য উৎঘাটনের কাহিনী দেখতে কে না পছন্দ করে? কিন্তু সে রহস্য যদি আপনার জীবনে আসে তখন কি হবে??/ রহস্য দূরে যাক আপনার জীবন নিয়েই তখন টানাটানি। আপনি কি জানেন কোন কিছু কষ্ট করে জিতে নিলে প্রথম মজাটা কি?? তা হল জীতে পর প্রথম শ্বাস! যা ২য় বার আর পাবেন না।
ধরুন, আপনি FBI এর একজন এজেন্ট। আর সবার জীবনে একটা না একটা কমজোরী আসে, ঠিক তেমন ঐ আপনার একটি বড় কমজোরী হল পানি। আপনি নিজের বোন কে পানিতে মরতে দেখার পর থেকে পানি তে নামলেই অন্যমানুষ্ক হয়ে চান।
আপনি ভাল একজন এজেন্ট হলেও profilers নন। এই জিনিষটা কেন জানি আপনার মাথায় ধুকে না। শিক্ষক জেক হ্যারিস (Val Kilmer) প্রশিক্ষণের জন্য আপনাকে সহ আরো ৭ জনের একটি গ্রুপ তৈরী করেন এবং আপনাদের ভার্জিনিয়া উপকূল বন্ধ ছোট জনমানব শূন্য একটি দ্বীপে প্রোফাইল তৈরীর একটি প্রশিক্ষণ দিতে নিয়ে আসেন। নেবীরা এই দ্বীপটি বানিয়েছিল আর বছরে একবার জেক হ্যারিসকে (Val Kilmer) প্রশিক্ষণের জন্য দ্বীপটি দেওয়া হত। প্রশিক্ষণের কাজ শুরু হয়, আপনারা USA crime town নামে একটি স্থানে আছেন।
যেখানের সব বাসিন্দা মারা গেছে বা মরতে বসেছে। এখন আপনাদের শুধু ঐ লোকদের খুজে বের করে মারতে হবে যারা কিনা অপরাধী। আর একজন আছে যার নাম প্রপাটিয়ার সে এর আগে দুইজনকে মেরে ফেলেছে এবং আরেও মারবে। ত আপনাদের এই খুনীর সব তথ্য বের করতে হবে। জেক হ্যারিস (Val Kilmer) আপনাদের ঐখানে কিছু জিনিষ নিষিদ্ধ করেছেন, যা হল যেসব জায়গায় মিলেটারি লেখা থাকে তা কখন ছুবেন না।
কমপিউটার এ কিছু লক আছে সেটা নিয়ে বেশী ছেড়খারী করবেন না। এগুলো বলে আপনাদের প্রশিক্ষক চলে গেলেন। আপনাদের রাত ভালই কাটল কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলেন কে যেন একটি বিড়াল মেরে তার মুখে একটি ঘড়ি রেখে ছুলিয়ে রেখেছে।
ঘড়ির সময় দেওয়া ছিল ১০টা আর ঠিক ১০টা বাজেই আপনাদের একজন একটি মৃত্যুর জালে মানে ডেড প্রোগ্রামের শিকার হয় আর মারা যায়। এরপর আপনারা পেলেন আরো একটি ঘড়ি সেটাতে সময় ১২টা আর ঠিক ১২টা বাজে আরো একসাথীর মৃত্যু।
যে দ্বীপটিতে আপনারা ছাড়া আর কেউ নেই সেখানে আপনাদের ছাড়া আর কাকে সন্দেহ করবেন???
রহস্য এখানেই শেষ নয় এরপর আপনারা আরো ঘড়ি পাচ্ছেন আর তার মানেই আরো এক সাথীর মৃত্যু। কখন আপনার সময় আসবে সেই চিন্তাতেই অস্থির আপনি। এরি মধ্যে খোজ করে দেখতে পেলেন আপনাদের প্রশিক্ষক জেক হ্যারিস (Val Kilmer) ও যেতে পারে নি দ্বীপ থেকে কে যেন তাকেও মেরে ফেলেছে। খুনি একজন কিন্তু কে সে সবাই সবাইকে সন্দেহ করছেন,
আর করবেন ই না কেন কাকে বন্দু বলবেন সেই যদি ছুরি বসায় আপনার বুকে। পরর্বতী ঘড়ি যদি পেতে হয় তাড়াতাড়ি চলে আসেন এখানে ।
( ডাউনলোড লিঙ্ক )
হিন্দি ভাষায় মুভিটি দেখতে চাইলে ও ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক চাইলে ফেসবুকের এই গ্রুপটিতে লিঙ্ক চেয়ে কমেন্ট করতে পারেন।
নতুন নতুন সব মুভির ডাউনলোড লিঙ্ক পেতে ফেসবুকের এই গ্রুপটিতে একটিভ থাকতে পারেন।
কোন মুভির ডাউনলোড লিঙ্ক না পেলে ফেসবুকের এই গ্রুপটিতে request করতে পারেন এবং একটিভ থাকতে পারেন।
মানুষ মাএই ভুল । সবারই কমবেশী ভুল হয় ।
তাই আমার লেখার কোন স্থানে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।
আমার লেখাটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,,
আমার আরও লেখা পাবেন এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।