আমাদের কথা খুঁজে নিন

   

তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন জাবি ভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের তোপের মুখে অপমানিত হয়ে ফের ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছেন। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে সকাল সাড়ে ১০টার দিকে তাকে অপমান করে ক্যাম্পাস থেকে বের করে দেন শিক্ষকরা। জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করে উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমেদের বাসায় ওঠেন। এ সময় উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের খবর পেয়ে আন্দোলনকারী শিক্ষকরা সেখানে গিয়ে তাকে উদ্দেশ করে রাজাকার বলে গালি দেন। শিক্ষকরা উপাচার্যের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেন। আন্দোলনকারী শিক্ষকদের তোপের মুখে এক পর্যায়ে উপাচার্য ক্যাম্পাসে কয়েক ঘণ্টা অবস্থানের পর কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়েরের গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করেন। ঐক্য ফোরামের সদস্যসচিব অধ্যাপক কামরুল আহসান বলেন, উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের জন্য নিষিদ্ধ। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বিজয়ের এই দিনের আনন্দ তাদের (শিক্ষকদের) কপালে আর সইল না। তিনি আরও বলেন, এই দিন দিন নয় আরও দিন আছে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে সব কিছু গুটিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য। এর পর থেকে আন্দোলনকারী শিক্ষকরা তাকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.