আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড় সেজেছে পোস্টার ও ফেস্টুনে**

রাঙামাটি জেলার প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল বাঘাইছড়ি, বরকল ও কাউখালী উপজেলা নির্বাচন ১৫ মার্চ। এসব উপজেলায় এখন বইছে নির্বাচনের জোয়ার। পাহাড় সেজেছে পোস্টার ও ফেস্টুনে। জনবহুল এলাকায় চলছে মাইকিং।

কাউখালী উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের এসএম চৌধুরী, বিএনপির অমরেন্দ রোয়াজা, স্বতন্ত্র প্রার্থী অর্জুন মনি চাকমা। বরকল উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সন্তোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস'র মনি চাকমা, স্বতন্ত্র প্রার্থী বিহারী রঞ্জন চাকমা, কমল জ্যোতি চাকমা। বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান পদে- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদ্রোহী দল সংস্কারপন্থি (এমএন লারমা গ্রুপের) সুদর্শন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের বড়ঋশী চাকমা, স্বতন্ত্র বিশ্বজিৎ চাকমা লড়ছেন।

নড়িয়ায় এনামুল হক শামীমের গণসংযোগ : আওয়ামী লীগের কেন্দ ীয় কমিটির সদস্য এনামুল হক শামীম বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো অপশক্তি তা রুখে দাঁড়াতে পারবে না। দারিদ্র , সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনা জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থীর প্রচারনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল হক নড়িয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভুমখাড়া, ভোজেশ্বর, যোগপাট্রা, ফতেজঙ্গপুর এলাকায় প্রচারণা চালানো হয়। প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহাব বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ।

লাকসামের দুই কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি : সোমবার কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাচনের স্থগিত দুই ভোট কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সমর্থিত প্রার্থী আবদুর রহমান বাদল শনিবার কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলনে দুই কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধা সংসদের সমর্থন : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে একমাত্র মুক্তিযোদ্ধা প্রার্থী আওয়ামী লীগ সভাপতি আমীর হুসেন মাস্টারকে সমর্থন দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও এর সব ইউনিট কমান্ড। শনিবার কমান্ডার আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সব মুক্তিযোদ্ধা দলমত নির্বিশেষে সমর্থন দিয়ে আমীর হুসেনের পক্ষে গণসংযোগে নামেন।

ফরিদপুরে বিএনপি প্রার্থীর যত অভিযোগ : ফরিদপুর সদর উপজেলায় ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে সাবেকমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ময়েজ মঞ্জিলের বাড়িতে বিএনপির প্রার্থীর পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পিংকুর প্রধান নির্বাচনী এজেন্ট একেএম কিবরিয়া স্বপন তার লিখিত অভিযোগে জানান, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এ সময় উৎসবমুখর পরিবেশের পরিবর্তে জনগণের মধ্যে নজিরবিহীন আতঙ্ক ও ভয় বিরাজ করছে। যা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থি। তিনি জানান, আতঙ্ক ও ভীতিকর পরিবেশের জন্য দায়ী সরকার দলীয় একজন প্রার্থী।

নেত্রকোনায় বিএনপি প্রার্থীর কারচুপির আশঙ্কা : নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা এবং কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমান খান।

কালিহাতীতে হাসান ইমামের প্রার্থিতা প্রত্যাহার : কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী প্রধানমন্ত্রী ও তার টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর প্রতি সম্মান জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আবেগজড়িত কণ্ঠে তিনি এ ঘোষণা দেন।

[প্রতিনিধিদের পাঠানো খবর]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.