আমাদের কথা খুঁজে নিন

   

এক পলক

কাঠসহ গ্রেফতার ১৯

কোস্ট গার্ড পশ্চিম জোন বুধবার দিবগত রাতে মংলা থানার লাউডোব এলাকা থেকে এক কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের তিন হাজার ১০০ ঘনফুট সুন্দরী কাঠসহ বিভিন্ন প্রজাতির কাঠ ও চারটি ট্রলার আটক করেছে। এর সঙ্গে জড়িত ১৯ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, খুলনা

বড়দিন উপলক্ষে মতবিনিময়

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নির্বিঘ্নে পালন করার জন্য সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে বনপাড়া পৌরসভা। 'ধর্ম যার যার, উৎসব সবার' এ স্লোগানে গতকাল বনপাড়া পৌর মিলনায়তনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম ও মতবিনিময় সভার আয়োজন করে পৌরসভা। মেয়র অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

-বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

মানববন্ধন

নওগাঁয় শহরের গোস্তহাটির মোড় যানজট ও দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল বিকালে শহরের গোস্তহাটির মোড়ে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আলহাজ জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন বিএকএসপির সাবেক মহাপরিচালক লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, পৌর কাউন্সিলর আবদুল রাজ্জাক, শরীফুল ইসলাম, মাসুদ হাসান প্রমুখ।

-নওগাঁ প্রতিনিধি

গাছের সঙ্গে শত্রুতা

নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের কাটাশকোল গ্রামে বুধবার রাতে ৩০০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চাষী বারেক আলী।

-নাটোর প্রতিনিধি

ইউএনওর তিরস্কার

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ইসলামী শিশু সদনের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পরিচালনা ও খাবারের মান নিয়ে গতকাল সকালে তিরস্কার করেছেন ইউএনও এএসএম শাহেদুল ইসলাম। এর আগে বুধবার রাত ৮টায় তিনি শিশু সদন পরিদর্শনে যান। সদনটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৬৬ জন দুঃস্থ ও এতিম শিশু এখানে বসবাস করছে।

-কুমিল্লা প্রতিনিধি

মোটরসাইকেল ছিনতাই

শহরের জজকোর্ট এলাকায় বুধবার রাতে আশরাফুজ্জামান তুহিন নামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারীকে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

-মাগুরা প্রতিনিধি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.