আমাদের কথা খুঁজে নিন

   

হয়নি কি সময়?

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

মরন যখন নাড়বে কড়া, আমার পরে চাইব কি ক্ষমা তখন, প্রভুর তরে? রবে না কোন ক্ষমা সেদিন, নসীব ঘরে দেবে না রহম মোরে, যতন করে কিবা হবে সেদিন, অব্যাহতি না পেয়ে? মরবো নিশ্চয়ই আমি, ঈমানহারা হয়ে আসবে বদী ফেরেশ্‌তারা আযাব বয়ে খসখসে-দুঃগন্ধযুক্ত নরকী কাপড় নিয়ে আত্মা করবে দিক-বিদিক ছুটোছুটি দিশাহীন, লুকাবে যত ভ্রান্তি ও ত্রুটি চাইবে না দিতে ধরা, হয়ে পরিপাটি টেনে-হিঁছড়ে আনবে, হেরে ভ্রূকুটি! রওয়ানা হবে তাঁরা আকাশ পানে করবে লানত; যে ফেরেশ্‌তা-ই জানে খুলবে না গগন-কপাট, আমায় জেনে নিক্ষিপ্ত সেখান থেকে, লেশহীন যতনে এরপর, কবরে শুধু খাবোই ধরা চলবে অনন্তকাল কষ্টের প্রহরা বিচার দিবসে দাঁড়াবো লজ্জায় ভরা চলবে হিসাব তখন, অতি কড়া নিক্ষিপ্ত হবো, আবার জাহান্নামে কেউ আগাবে না, ছিল যত ডানে-বামে শাস্তি চলবেই তখন সকল ভ্রমে চোখাচোখি হবো বারবার, বীভৎস যমে এখনো কি অপেক্ষা মরনের ক্ষণের? হয়নি কি দিতে ভঙ্গ, বক্রতা ও রণের? এখনো কি চাইব না ক্ষমা, সকল জনের? হয়নি কি সময়, যাচিতে ক্ষমা মহিয়ানের? ____________________________________________ রচনাকালঃ ০৩.০৫.২০১৩ ইং [ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.