আমাদের কথা খুঁজে নিন

   

সাত শিক্ষকসহ ৭২ জনকে কাজে যোগ দিতে দেয়নি কর&#

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে সদ্য অবৈধ নিয়োগকৃতদের যোগদানে বাধা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি আন্দোলনে নেমেছে। তারা গতকাল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান করেন। তারা এই অবৈধ নিয়োগ বাতিল করে ১১ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এ ঘটনায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৭২ জন গতকাল কাজে যোগদান করতে পারেনি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান জানান, সম্পূর্ণ অবৈধভাবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ মোট ৭২ জনকে নিয়োগ প্রদান করেন। তার মধ্যে বিভিন্ন বিভাগে শিক্ষক ৭ জন, অফিসার ৮ জন, ৩য় শ্রেণীর স্টাফ ২৩ জন ও ৪র্থ শ্রেণীর স্টাফ ৩৪ জন। এদের মধ্যে ৩৩ জন নিয়োগপ্রাপ্তদের বাড়ি রাজশাহী ও নওগাঁ জেলার। তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোজাফ্ফর আহমেদের আত্দীয়স্বজন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিবির ক্যাডার কামরুজ্জামানের আপন বোনসহ তার আত্দীয়স্বজন আছে ৪ জন। ভিসির পিয়ন নবাব আলীর আপন ভাই ও চাচাকেও নিয়োগ প্রদান করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে টাকার বিনিময়ে। চলতি বছরের ২০ মার্চ একটি জাতীয় ইংরেজি দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৪ জনের স্থলে নেওয়া হয়েছে ৯ জনকে ও ড্রাইভার ১টি পদে নেওয়া হয়েছে ৪ জনকে। একই সঙ্গে অপর একটি বিজ্ঞপ্তিতে সেকশন অফিসার ১ জনকে নেওয়ার কথা বলে নেওয়া হয়েছে ৪ জনকে এবং আবাসিক শিক্ষক মহিলা ১ জনের স্থলে নেওয়া হয়েছে ২ জনকে।

কর্মচারী সমিতি তাদের ১১ দফা দাবি বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট স্মারকলিপি আকারে প্রদান করেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোজাফ্ফর আহমেদ বলেন, সুবিধা বঞ্চিত হয়েই তারা এ আন্দোলনে নেমেছে। তাদের আত্দীয়স্বজনরা নিয়োগ না পাওয়াই এ আন্দোলন করছে তারা। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আত্দীয়স্বজনদের নিয়োগের বিষয়ে সত্যতা স্বীকার করে তিনি বলেন, আমি এত বড় একটি পদে কর্মরত আছি, সেখানে আমার দুই-চারজন তো চাকরি পেতেই পারে। তবে সব নিয়োগই যোগ্যতা অনুযায়ী যাচাই-বাছাই করে নিয়োগ কমিটি নিয়োগ প্রদান করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.