আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে রক্তক্ষরণ

অজানা আশঙ্কা ভিড় করে মনে

বিধ্বস্ত নীলিমার বিস্তৃত ভুবনে।

হাতড়িয়ে বেড়ায় স্মৃতির ভাণ্ডারে

হিংসা-বিদ্বেষ না রেখে অন্তরে।

কি পেয়েছি, কি পাব- মেলায়নি কখনো হিসাব!

ক্ষয়ে ক্ষয়ে পচে যাচ্ছি এ কোন অভিশাপ।

বারবার বাঁচতে ইচ্ছে করে বিদ্রোহীর বেশে

কি হবে বেঁচে নাইবা পাই যদি অবশেষে।

রাজ্যের সব জঞ্জাল আজ আমার কাছে

তুমি তো রয়েছ লব্ধ প্রতিষ্ঠিত স্বামীর সাথে।

আমার জাগতিক ব্যথা

তোমার ভালোবাসার কথা

দুজনে মিলে বসে থাকা-

আজ এখন কেন সবই ফাঁকা?

আমার হৃদয়ের অজানা জগতে

বিন্দু বিন্দু ফোঁটায় বয়ে যাচ্ছে-

রক্তক্ষরণ অবিরাম-অবিরত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.