আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদীতে কৃষককে কুপিয়ে হত্যা

জমিসংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীতে কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ময়েজ আলী (৫১), সিলেটে স্কুলছাত্র, ফরিদপুরে নগরকান্দায় ইসমাইল হোসেন (৫৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর_

নরসিংদী : নরসিংদীতে সফি মিয়া (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কড়েরটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফি মিয়া একই ইউনিয়নের পুলাইত গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম তিনজনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত দুজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেছে। মামলায় দাবি করা হয়েছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা সফি মিয়াকে হত্যা করেছে। সিরাজগঞ্জ : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার থানার রাঁধানগর চকপাড়ায় পুকুরপাড় থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৩ বছর। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, নিহতের চোখের নিচে দুই ইঞ্চি পরিমাণ ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর ভাপাপাড়া এলাকায় ময়েজ আলী (৫১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত ময়েজ আলী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ডাইংপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশ জানিয়েছে। সিলেট : নগরীর শিবগঞ্জ হাতিমবাগে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজ্জাদুল ইসলাম সাজন (১৬) নামের ওই কিশোর হাতিমবাগ ১ নম্বর রোডের ২৫/খ নম্বর বাসার ফয়জুল ইসলাম চৌধুরীর ছেলে। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.