আমাদের কথা খুঁজে নিন

   

থাই উপগ্রহের চিত্রে ৩০০ বস্তু

ফ্রান্সের উপগ্রহ চিত্রে ভারত মহাসাগরের ভাসমান ১২২ বস্তু ধরা পড়ার পর এবার থাইল্যান্ডের উপগ্রহ চিত্রে ৩০০ বস্তু ধরা পড়েছে। দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান এ বস্তুগুলো মালয়েশীয় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজের সন্ধান অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলে সন্ধান অভিযান পুনরায় চালু করা হবে।

থাইল্যান্ডের জিও ইনফরম্যাটিঙ্ অ্যান্ড স্পেস টেকনোলজি ডেভেলপমেন্ট এজেন্সি জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমে ২ হাজার ৭০০ কিলোমিটার দূরে ভাসতে থাকা বস্তুগুলো আকারে দুই থেকে ১৫ মিটার (সাড়ে ৬ থেকে ৫০ ফুট)।

তবে এজেন্সির পরিচালক আনন্দ স্নিদভোংস বলেছেন, এসব বস্তু নিখোঁজ উড়োজাহাজের এমনটি বলার সাহস আমরা দেখাচ্ছি না। বাংলানিউজ।

তবে এ সম্পর্কিত তথ্য মালয়েশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, সোমবার থাইল্যান্ডের একমাত্র পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যমে ছবিগুলো তোলা হয়। কিন্তু প্রক্রিয়াজাত করতে কয়েক দিন লেগেছে। ফ্যান্সের উপগ্রহে ধরা পড়া ভাসমান বস্তুগুলোর অবস্থান থেকে ২০০ কিলোমিটার দূরে এসব বস্তু তারা দেখতে পেয়েছেন বলে জানান তিনি। এর আগে রাডার থেকে উধাও হওয়ার কয়েক মিনিট পর এমএইচ৩৭০ ফ্লাইটের অবস্থান শনাক্ত করার দাবি করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল থাইল্যান্ড। ফ্রান্সের দাবির পর সমুদ্রের আবর্জনাবিষয়ক মার্কিন গবেষক চার্লস মুর জানিয়েছেন, সমুদ্রে ভাসমান বস্তুগুলো নিখোঁজ এমএইচ৩৭০ এর নাও হতে পারে। এগুলো হতে পারে সুনামিতে ভেসে যাওয়া কোনো কিছু। ৮ মার্চ দিবাগত রাতে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ছাড়ে এমএইচ৩৭০। কিন্তু উড্ডয়নে ঘণ্টাখানেকের মধ্যে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ১৪ দেশের ২৩৯ নাগরিকবাহী উড়োজাহাজটি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.