আমাদের কথা খুঁজে নিন

   

বদরগঞ্জের সেই চেয়ারম্যান বরখাস্ত

অবশেষে বরখাস্ত হলেন গরুচোর অপবাদ দিয়ে ফাঁসির দণ্ডাদেশ প্রদানকারী রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক। ওই নির্যাতনের সচিত্র প্রতিবেদন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশে মানিক চেয়ারম্যানকে বরখাস্ত করা হল। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইসতিয়াক আহমেদ ইউনিয়ন পরিষদের সব কাগজপত্র নিজ হেফাজতে নিয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য মোসলেম উদ্দিনকে বুঝিয়ে দিয়েছেন। জানা যায়, ওই নির্যাতনের ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তাকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।

এরই পরি প্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে মানিক চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য মোসলেম উদ্দিনকে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.