জয়পুরহাট চিনিকলে ১৫ দিন আগে আখ মাড়াই মৌসুম শেষ হলেও এখনো কৃষকরা পাননি বিক্রীত আখের মূল্য। আখচাষিদের পাওনা রয়েছে প্রায় ২০ কোটি টাকা। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বন্ধ রয়েছে প্রায় তিন মাস। জানা গেছে, তিন মাস আখ মাড়াই করে দেশের সর্ববৃহৎ জয়পুরহাট চিনিকল ২০১৩-১৪ মাড়াই মৌসুম শেষ করেছে ১৬ মার্চ। এক লাখ ২০ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা থাকলে ছয় হাজার টন বেশি মাড়াই হয়েছে এ মৌসুমে। আশানুরূপ উৎপাদন হলেও এবার চিনিকলটিকে লোকসান গুনতে হচ্ছে প্রায় ২৩ কোটি টাকা। উৎপাদিত চিনির মূল্য কম এবং চিনি বিক্রি না হওয়ায় এ লোকসান হয়েছে বলে জানান চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম। তিনি আরও জানান, মিলটিতে এখনো অবিক্রীত চিনির পরিমাণ ১৬ হাজার মেট্রিকটন। যার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। এ বিপুল পরিমাণ চিনি অবিক্রীত থাকায় আখের মূল্য পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া সাড়ে সাতশ কর্মকর্তা কর্মচারী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এ অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে চিনিকলের ভবিষ্যৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।