আমাদের কথা খুঁজে নিন

   

কৃষক পাচ্ছেন না আখের দাম, বন্ধ বেতনভাতা

জয়পুরহাট চিনিকলে ১৫ দিন আগে আখ মাড়াই মৌসুম শেষ হলেও এখনো কৃষকরা পাননি বিক্রীত আখের মূল্য। আখচাষিদের পাওনা রয়েছে প্রায় ২০ কোটি টাকা। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বন্ধ রয়েছে প্রায় তিন মাস। জানা গেছে, তিন মাস আখ মাড়াই করে দেশের সর্ববৃহৎ জয়পুরহাট চিনিকল ২০১৩-১৪ মাড়াই মৌসুম শেষ করেছে ১৬ মার্চ। এক লাখ ২০ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা থাকলে ছয় হাজার টন বেশি মাড়াই হয়েছে এ মৌসুমে। আশানুরূপ উৎপাদন হলেও এবার চিনিকলটিকে লোকসান গুনতে হচ্ছে প্রায় ২৩ কোটি টাকা। উৎপাদিত চিনির মূল্য কম এবং চিনি বিক্রি না হওয়ায় এ লোকসান হয়েছে বলে জানান চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম। তিনি আরও জানান, মিলটিতে এখনো অবিক্রীত চিনির পরিমাণ ১৬ হাজার মেট্রিকটন। যার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। এ বিপুল পরিমাণ চিনি অবিক্রীত থাকায় আখের মূল্য পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া সাড়ে সাতশ কর্মকর্তা কর্মচারী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এ অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে চিনিকলের ভবিষ্যৎ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.