নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন
DHOOM 3 ছবিটি দেখে আমার উপলব্ধিঃ
একটি সুন্দর ছবির বারোটা বাজাতে দুটি নয়, একটি ক্লাউনই যথেষ্ট!
প্রতিবার ভিলেনরুপী নায়ক পাল্টানো হয়, কিন্তু পুলিশরুপী ক্লাউন কেন পাল্টানো হয় না? যাকে বোল বচ্চনে ভালো মানায়, তাঁকে শক্ত কোন চরিত্রে মানায় না । দেখলে হাসি পায় । কঠিন মুখভঙ্গিও হাসির উদ্রেগ করে! এই ছবিটির সবকিছুই ভালো লেগেছে, ভালো লেগেছে দারুণ সব স্টান্ট, চৌকশ কৌশলগুলো... ভালো লেগেছে ক্যাটকে । আমির খানের চমক তো সবসময়েই ভালো লাগে । এই ছবিতে চমৎকার একটি চমক রয়েছে ।
সেটি যখন বুঝবেন, তখনই মজা পাবেন । তার আগে না । কিন্তু, ছবিটিকে ভালো করার এতো এতো চেষ্টা আরও সফল হত, যদি এই ক্লাউন দুইটাকে চেঞ্জ করা যেত । নো অফেন্স, বাট আই ক্যান্ট বাট সে ইট!
এই পর্যন্ত সিরিজের দুটি ছবিই হিট হয়েছে । তৃতীয়টিও তিন দিনে সেঞ্চুরি করার পথে ।
কিন্তু, এভাবে ক্লাউন রেখে ছবি আর কতদিন হিট রাখা যাবে, সেটা চিন্তার বিষয় । দর্শক চমক পছন্দ করে, অ্যাকশন পছন্দ করে, ধুম ধুম ড্যান্স পছন্দ করে । সেগুলোই দিন । বরাবরের মতোই আমির খান আর ক্যাট ভালো অভিনয় করেছে, তবে ঋত্বিক আর অ্যাশ এর নাচের কাছে তাঁরা হার মেনেছে । পরের ছবিতে সবকিছুর সঠিক মিশ্রণ চাই ।
তবেই হবে ধুম ধুম...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।