আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদীতে খালেদা জিয়ার জনসভা আজ

প্রায় ২০ বছর পর আজ রবিবার নরসিংদীতে জনসভায় যোগ দিতে আসছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপি-ঘোষিত আট জেলার সমাবেশ নরসিংদী থেকে শুরু করছেন খালেদা জিয়া। বিকেলে নরসিংদী পৌর শিশুপার্ক মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশকে কেন্দ্র করে নরসিংদীর বিএনপিতে বইছে এখন উৎসবের আমেজ। কেন্দ্রীয় নেতাদের পদচারণায় সরব স্থানীয় বিএনপির রাজনীতি অঙ্গন, প্রাণবন্ত স্থানীয় নেতারা। নতুন উদ্যোমে উজ্জীবিত হয়ে খালেদা জিয়ার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে মরিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। স্থানীয় বিএনপির নেতারা বলছে, নরসিংদীর এই জনসভা স্মরণকালের সবচেয়ে বড় জনসভায় পরিণত করতে প্রতিজ্ঞাবদ্ধ তাঁরা।খালেদা জিয়ার জনসভা সফল করতে স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আল নোমান।

অন্যদিকে মহাসড়কে নিজেরে সমর্থন প্রদর্শনের মহড়ার যুদ্ধে নেমেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। এইদিকে গতকাল সরেজমিনে শহরের বাসাইলে পৌর শিশু পার্কে খালেদা জিয়ার জনসভাস্থল ঘুরে দেখা যায়, শ্রমিকরা অক্লানত্দ কাজ করে যাচ্ছেন নিদিষ্ট সময়ের ভিতরে মঞ্চের নির্মাণ কাজ শেষ করার জন্য। মহাসমাবেশের সার্বিক কাজ তদারকি করছেন জেলা বিএনপির সভাপতি খায়রম্নল কবির খোকন ও স্থানীয় নেতৃবৃন্দ।

মহাসমাবেশ স্থলের চারপাশ বর্ণিল হয়েছে নেতা-কর্মীদের ব্যানার ও ফেস্টুনে। একই সাথে নেত্রীকে বরণ করে নিতে ঢাকা-সিলেটের মহাসড়কের নরসিংদীর অংশে নিমাণ করা হয়েছে দেড় শতাধিক তোরণ ও অসংখ্য ব্যানার-ফেস্টুন। এদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তোরণের সংখ্যাই বেশী।

মহাসমাবেশে নরসিংদীর পাশাপাশি পাশ্ববর্তী জেলা কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকেও বিপুল পরিমাণে লোক সমাগম হওয়ার আশা করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি খায়রম্নল কবির খোকন বলেন, সমাবেশের স্থানীয় পর্যায়ের ১০ জন ও কেন্দ ীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তবে খালেদা জিয়ার উপস্থিতিতে কয়জন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্যের সুযোগ পাবেন সেটা নির্ধারন করবে মহাসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুলস্নাহ আল নোমান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.