ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি আগামী আসরে তাদের আগের মৌসুমের সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। নতুন এই নিয়মে গতকাল এক বিবৃতিতে আইপিএল গভর্নিং কাউন্সিল জানায়, ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে আগের মৌসুমের পাঁচজনের বেশি আরও খেলোয়াড় ধরে রাখতে পারবে জোকার কার্ড ব্যবহার করে। লোভনীয় এই ক্রিকেট টুর্নামেন্টের নিলামের দিনক্ষণ ঠিক করা হয়েছে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ওইদিন নিলাম কার্যক্রম শেষ না হলে পরদিন ১৩ ফেব্রুয়ারিও হবে কেনাবেচা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।