আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির কাছে গুম খুন ও মামলার পরিসংখ্যান ন

দলের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা-হামলা, গুম, খুন ও নির্যাতনের এখনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি করতে পারেনি বিএনপি। বেশ কিছু দিন ধরে দলের গুলশানের চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এর একটি তালিকা করে গণমাধ্যমে দেওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত তা পাওয়া যায়নি। অবশ্য আজ এর সামগ্রিক একটি চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এতে গুম, খুন, হামলা, মামলার পূর্ণাঙ্গ পরিসংখ্যান থাকবে কি না তা জানা যায়নি। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দলের পক্ষ থেকে পাওয়া গুম, খুন ও মামলার একটি চিত্র তিনি তুলে ধরবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, তালিকা তৈরির জন্য বেশ কিছু দিন আগেই কেন্দ্র থেকে সাংগঠনিক জেলা পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু অধিকাংশ এলাকা থেকে এর কোনো সাড়া মেলেনি। হামলা-মামলার সংখ্যা নির্ণয়ের পাশাপাশি আইনিভাবে তা মোকাবিলা করতে দলের পক্ষ থেকে একটি 'জাতীয় লিগ্যাল এইড কমিটি' গঠন করলেও কমিটি প্রকৃত সংখ্যা সংগ্রহ করতে পারেনি। এ ছাড়া সম্প্রতি সংখ্যালঘুদের ওপর নির্যাতন, গুম, খুনসহ নানাভাবে নির্যাতিতদের একটি চিত্র তুলে ধরতে চারটি কমিটি করা হয়। তারাও এখনো পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে পারেননি। অবশ্য এখনো ওইসব কমিটি মাঠে কাজ করছে বলে দলটি দাবি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, নানা প্রতিকূলতায় বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন বা মামলার প্রকৃত চিত্র তুলে ধরা অত্যন্ত কঠিন কাজ। তারপরও এর সঠিক সংখ্যা জানানো উচিত। আশা করি সোমবার বেগম জিয়া সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বক্তব্য দেবেন। তবে গুম, খুনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কারণ কাউকে গুম বা খুনের বিষয়ে গণমাধ্যমে জানানোর পর যদি তাকে খুঁজে পাওয়া যায় তা হাস্যরসে পরিণত হবে। এ বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সংশ্লিষ্টদের। তারপরও আমি মনে করি, শীঘ্রই এর একটি সঠিক পরিসংখ্যান তুলে ধরবে বিএনপি। অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনের কাছে দাবি করে বলেন, গুম, খুন ও হামলা-মামলার সব তালিকা আমাদের হাতে রয়েছে। কিন্তু সব তালিকা আমরা আপাতত গণমাধ্যমে প্রকাশ করছি না। কারণ এতে ভুক্তভোগী পরিবারের ওপর আরও নির্যাতন ও হামলা-মামলা বাড়তে পারে। তারা নানাভাবে হয়রানির শিকার হতে পারেন। তবে সামগ্রিক একটি চিত্র দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে তুলে ধরবেন।

দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ দলের লক্ষাধিক নেতা-কর্মী এখনো বিভিন্ন মামলার আসামি। এসব মামলায় দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কারাগারে রয়েছেন। সব মামলায় অসংখ্য অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। কাউকে আটক করা মাত্রই ওইসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তৃণমূলে বিশেষ করে জেলা পর্যায়ের প্রথম সারির নেতারা হয় কারাগারে, নয়তো হুলিয়া মাথায় নিয়ে আত্দগোপনে রয়েছেন। সূত্র জানায়, জিয়া পরিবারের বিরুদ্ধে মোট ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে ৫, তারেক রহমানের ১৪, কোকোর ৫ এবং তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে একটি। বেগম খালেদা জিয়া পাঁচটি মামলার সবকটিতে জামিনে রয়েছেন। তবে এর মধ্যে চারটি মামলাই হাইকোর্টের নির্দেশে স্থগিত। এ ছাড়া তারেক রহমানের বিরুদ্ধে করা ১৪ মামলার মধ্যে চারটি স্থগিত রয়েছে। এ ছাড়া বিদেশে অর্থপাচারের অভিযোগে একটি মামলায় নিম্ন আদালতে তিনি বেকসুর খালাস পেলেও দুদকের আপিলে তা হাইকোর্টে বিচারাধীন। অর্থপাচারের আরেক মামলায় কোকোর ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জোবায়দা রহমানের মামলাটিও স্থগিত রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের গত পাঁচ বছরের শাসনামলে খালেদা জিয়ার বিরুদ্ধে ২টি, তারেক রহমানের বিরুদ্ধে ৫টি ও কোকোর বিরুদ্ধে ২টি মামলা হয়। বাকি মামলাগুলো বিগত এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আমলে করা। তারেক রহমান বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ও আরাফাত রহমান কোকো ব্যাংককে অবস্থান করছেন। এদিকে সম্প্রতি তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধেও দুদক একটি মামলা দায়ের করেছে। এ প্রসঙ্গে লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, সারা দেশে হাজার হাজার নেতা-কর্র্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এসব নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তবে এর প্রকৃত সংখ্যা কত, তা এখনো তারাও জানেন না। এদিকে গত ২২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তাদের দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮৭ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। তাদের প্রত্যেকের নাম-পরিচয় বিএনপির কাছে আছে। এর পর দলের দফতর শাখা থেকে বলা হয়, গুম, খুন, হামলা, মামলার নেতা-কর্মীর নাম, ঠিকানা, দলীয় পরিচয় যাচাই-বাছাই করে দুই-এক দিনের মধ্যে 'সঠিক তালিকা' গণমাধ্যমে প্রকাশ করবে। ১০ দিন গত হলেও তার পূর্ণাঙ্গ তালিকা গণমাধ্যমকে দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে গতকাল দলের দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ জানান, দীর্ঘ দুই মাস কারামুক্তির পর গত দুই দিন তিনি অফিস করেছেন। গুম, খুন বা হামলা-মামলার প্রকৃত সংখ্যা কত তা এ মুহূর্তে তার জানা নেই। দুই-এক দিনের মধ্যেই তিনি এ সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন বলে জানান। বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মির্জা ফখরুলের ওই সংবাদ সম্মেলনের পর থেকেই তারা গুম, খুন ও মামলার 'সঠিক তালিকা' তৈরির কাজ শুরু করে। সম্প্রতি ঢাকার ভেতরের ২০ জনের গুমের তথ্য দেয় দলটি। গতকাল পর্যন্ত তার সংখ্যা আরও কিছু বেড়েছে বলে জানান তারা। সারা দেশ থেকে তালিকা সংগ্রহ করার কাজ চলছে। জেলা-উপজেলা থেকে এ-সংক্রান্ত তথ্য আরও যাচাই-বাছাই করে পাঠাতে বলা হয়েছে। তবে অধিকাংশ জেলাই পূর্ণাঙ্গ চিত্র দিতে পারেনি। নির্বাচন-পরবর্তী সময় থেকে গতকাল পর্যন্ত দলটির বিভিন্ন উৎস থেকে ৪০ জন নেতা-কর্মীর গুম বা নিখোঁজের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েক পরিবারের সদস্যরা তাদের স্বজনের নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তারা গণমাধ্যমে প্রকাশের জন্য বক্তব্য দিতে অপারগতা জানিয়েছেন।

আজ খালেদা জিয়ার সংবাদ সম্মেলন : আজ সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। বিকাল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে তিনি দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনসহ ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, গ্রেফতার-নির্যাতনসহ মামলা-হামলার মাধ্যমে দমননীতির বিস্তারিত বর্ণনা তুলে ধরে এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাবেন। এ সময় তিনি সারা দেশে ক্রসফায়ার, গুম, অপহরণসহ হত্যাকাণ্ডের শিকার রাজনৈতিক নেতা-কর্মীদের নামের একটি তালিকাসহ সংখ্যাও তুলে ধরতে পারেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বিচারবহিভর্ূত হত্যাকাণ্ড ও গুম-অপহরণসহ সরকারের এই নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাবেন। অবিলম্বে সংলাপ-সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে রাজনৈতিক দলগুলো ও জনগণের অংশগ্রহণমূলক এবং দেশে-বিদেশে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন। পাশাপাশি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের আন্দোলন কর্মসূচিও অব্যাহত থাকবে বলে উল্লেখ করবেন। এ ছাড়াও চলতি মাস থেকেই তার ঢাকার বাইরে সফর ও সমাবেশ কর্মসূচি শুরু করার কথাও জানাবেন বলে জানা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.