আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ ভিওআইপি ব্যবসা

অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে রাষ্ট্রের শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এ ব্যবসার সঙ্গে দেশি লুটেরাদের পাশাপাশি জড়িয়ে পড়েছে সংঘবদ্ধ বিদেশি চক্রের সদস্যরা। বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিবাজ অংশের সহযোগিতায় তারা অবৈধ ব্যবসা চালানোর সুযোগ পাচ্ছে। গত রবিবার রাজধানীর উত্তরায় একটি বাড়ি থেকে এক ভিওআইপি চক্রের ৪৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের হাতে আটক এ চক্রের ৩৭ জনই বিদেশি। তারা চীন ও তাইওয়ানের নাগরিক। আটককৃতদের মধ্যে ৮ তরুণীও রয়েছে। আটক বিদেশিদের একজন স্বীকার করেছে তার এক বন্ধু বাংলাদেশ থেকে ফোনে তাকে জানায়, এ দেশে নাকি টাকা বাতাসে ওড়ে। খবর পেয়ে তিনি বাংলাদেশে আসেন এবং বছরখানেক ধরে ট্যুরিস্ট ভিসায় এসে এ দেশে আছেন। উত্তরায় বাড়ি ভাড়া করে ৩৭ জন বিদেশি সেখানে অবস্থানই শুধু করেনি, কোটি কোটি টাকার ভিওআইপি যন্ত্রপাতিও বসিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকতে এতগুলো বিদেশি কীভাবে একটি বাড়ি ভাড়া করে দেশের শত শত কোটি টাকার শ্রাদ্ধ করতে পারে তা আমাদের বোধগম্য নয়। এগুলো দেখার দায়িত্ব যাদের, সেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ ভিওআইপি ব্যবসার পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করায় তা কিছুতেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ সৎ নেই তা হলপ করে বলা কঠিন। তবে তা বের করতে চোখে দুরবিন কিংবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নেওয়া লাগতে পারে। অভিযোগটি যে অহেতুক নয় তা বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের বিত্তবৈভব সম্পর্কে যথাযথ তদন্ত হলেই ধরা পড়বে। দেখা যাবে তাদের অর্জিত সম্পদ বেতনের টাকায় নয়, একমাত্র আলাদীনের চেরাগের বদৌলতেই অর্জন করা সম্ভব। বলাবাহুল্য, অবৈধ ভিওআইপি ব্যবসা এ ক্ষেত্রে রূপকথার সেই চেরাগ হিসেবে ভূমিকা রেখেছে। আমরা মনে করি, বৃহত্তর জাতীয় স্বার্থে আটক ভিওআইপি চক্রের সঙ্গে বিটিআরসির কোন কোন আত্দবিক্রেতা জড়িত তা উদ্ঘাটন ও বিচারের মাধ্যমে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.