আমাদের কথা খুঁজে নিন

   

পাইরেটেড সফটওয়্যার বন্ধে বাড়ছে Microsoft এর কড়াকড়ি,তাই জেনে নিন আইনী জটিলতা ছাড়া আনলিমিটেড WindowsOS ব্যবহার এর পদ্ধতি !!!

আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ পাইরেটেড সফটওয়্যারের ওপর ভাসছে। গত কয়েক বছর ধরে বিশ্বে পাইরেটেড সফটওয়্যারের দিক থেকে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে। এই ধারাবাহিকতা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি পাইরেটেড সফটওয়্যার বিক্রি বন্ধে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে। কিছুদিন পর হইত শুনবেন যে পুলিশ বাসায় বাসায় গিয়ে গ্রেফতার করছে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের।

  8-O মাইক্রোসফট এর যা পয়সা আছে তাতে তারা চাইলেই সব কিছু করতে পারে। ( বাস্তবতা যেকোন সময় খারাপ হতে পারে )

আপনারা অনেকেই জানেন  টিকফার দানে  উইন্ডোজ চালাতেই তো সমস্যা , চিন্তা করছি কম্পিউটার চালানো বাদ দিয়ে দেবো , কারন অত টাকা দিয়ে উইন্ডোজ কিনে চালানোর মত সামর্থ্য নেই , আর পাইরেটেড উইন্ডোজ চালালে তো পুলিশ ধরবে , ধুর ......... এই জন্যই কম্পিউটার চালাবোনা , কিন্তু আপনারা যারা কম্পিউটার না চালিয়ে থাকতে পারবেন না ... আর উইন্ডোজই চালাতে হবে তাদের জন্য আমি একটা বুদ্ধি বের করেছি।
১। উইন্ডোজ ® ইন্সটল দিন ।
২।

একটিভ করবেন না অর্থাৎ আপনি Trial উইন্ডোজ চালাবেন । ফলে কোন আইনি জটিলতা নেই , কারন Microsoft trial না দিলে আপনি কিভাবে চালাচ্ছেন।
৩। প্রতি ৩০ দিন পর পর Start menu থেকে CMD search করুন Run as administrator করে শুধু টাইপ করুন slmgr -rearm তারপরে Enter Button এ চাপ দিন । নিচের ছবির মত।



ব্যাস আবার ৩০ দিন উইন্ডোজ চালান নিশ্চিন্তে কোন রকম আইনি জটিলটা ছাড়া। আপনার বাসায় Microsoft এর অফিসার বা পুলিশ আসলে দেখিয়ে দেবেন আপনি ট্রায়াল চালাচ্ছেন। কিন্তু আপনিই জানবেন এই ট্রায়াল জিন্দেগিতে শেষ হবার না।
♦ এই পদ্ধতিটা তখনই Use করতে পারেন যখন Microsoft আমাদের দেশে আইন মানাতে কড়াকড়ি করবে। এখন থেকে না করলেও চলবে।


♦ প্রতি ৩০ দিন পর পর এই কাজটি করতে হবে । এত টাকার উইন্ডোজ চালাবেন আর এতটুকু কাজ করতে পারবেন না ।
♦ কেউ যদি Linux ভক্ত থাকেন তাহলে তারা তখন Linux Use করবেন। কারণ এমন পরিস্থিতি আসলে আমিও Linux এ চলে যাব।  
আমি আছি আপনার কাছাকাছি,শুধু খুজে নিন।



সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.