আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছিঁড়ে যাওয়া ভালবাসার গল্প।

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

; যদি ঘুম ভেঙ্গে দেখি চারপাশ অন্ধকার, যদি দেখি দরজা জানালা সব বন্ধ, যদি দেখি পাশে রাখা ফোনটি বাজছে না(!) তখন মনে হয় স্বপ্ন দেখছি। খুবই স্বাভাবিকভাবে কখনই দিন শুরু হয়নি আমার। প্রতিটা দিন শুরু হয়েছে কারও প্রতিক্ষায়, কারও বিরক্তিতে অথবা কারও পথ চেয়ে থাকা দৃষ্টির আঙ্গিনায়। আপনি যখন এক সাথে অনেক কিছু পেয়ে হারাবেন তখন আবারও কোন আশা খুঁজে পাওয়ার আগে আপনার প্রতিবারই আফসোস লাগবে।

আমার চারপাশের ভাললাগা মানুষগুলো আমার সাথে কেন যেন দীর্ঘক্ষণ থাকে না।

যখনই তারা আমাকে জানা শুরু করে তখনই আমাদের ভালবাসা বাড়তে শুরু করে, কিন্তু যখনই তারা আমাকে জেনে যায় ঠিক তখনই ভালবাসা যেন কর্পূরের মত উবে যায়। আমাকে তারা শত্রু ভাবা শুরু করে। কিন্তু আমি তো ভয়ের কোন কারন না(!) যদি 'পজেসিভনেস' খারাপ হয় তবে আমি খারাপ। আমি তোমাকে ধারণ করতে চাই। তোমার মাঝে পালন হতে চাই, তোমাতে লালন করতে চাই।

চাই কোন এক উদাসী বিকেলে যখন আমাদের গালের বারান্দায় ঝুল পড়বে তখন তোমার কানের পাশের চুল সরিয়ে দিয়ে তোমার কানে কানে বলবঃ

"আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর,
চেয়েছিলো মা বকুক, বাবা তার
বেদনা দেখুক।
ওতোটুকু চায়নি বালিকা,
ওতো হৈ হুল্লোড়, ওতো ভীড়,
ওতো সমাগম।
চেয়েছিলো আরো কিছু কম।
চেয়েছিলো একটি জলের খনি,
তাকে দিক তৃষ্ণা এখনি,
ভালোবেসে একটি পুরুষ
তাকে বলুক রমণী। "

অথবা কোন এক অভিমানী সন্ধ্যায় মোমবাতি জ্বেলে, হাঁটু গেড়ে বসে চুপিচুপি বলবঃ

"যদিও জেনেছি চোখ মুছলেও মুছবেনা জল
টলমল এই আর্শি-আঁখিতে কতোটুকু ভূমি
কতোটুকু তুমি বুঝিনা তবু

না বোঝার শুধু গ্লানি বেড়ে ওঠে
তুমি থেকে যাও স্বপ্নে সুদূরে
মাঝখানে থাকে শূন্য সাঁকোর নির্জন টানে
কেঁপেকেঁপে ওঠা দ্বিধা-কম্পিত অপূর্ণ বাসনারা

তারাও জানে কিছু প্রয়োজনে কিছু অহেতুক
আর কিছু শুধু মিথ্যে ঘোষনা,
কেড়ে নিয়ে গেলে মর্মের বাণী
বুক জুড়ে থাকে শুধু অভিমানই
ব্যর্থ বিষাদে সাধে বিশ্বাসে বিধ্বংশ নীহারিকা।

"

অথবা কোন রাত জেগে শোনাব রূপকথা'র কোন গল্প। কিন্তু না তোমরা আমাকে বোঝনি, অথবা আমি তোমাদের বুঝিনি। এক দুয়ার থেকে আরেক দুয়ারে গিয়ছিলাম নিজের ভেতরের ছোট্ট আমাকে নিয়ে। সে আশ্রয় চায়, চায় তোমার একটু আহ্লাদি কথা অথবা অনেক ভালবাসা নিয়ে হটাত বলা 'কই তুমি?' যতবার রেগে উল্টা পালটা বলেছি ভেবেছি এখুনি ঠিক হয়ে যাবে। কোন চিঁড় ধরবে না।

তোমরা আমাকে বুঝে নিবে। কিন্তু কখনওই তা হয়নি।

আমি না হয় এরকমই নিজের খারাপটা বুঝি, তবুও ভাল হই না। কিন্তু তোমরা তো ভাল(!) ভালবাসা যদি সত্যিই থাকে তবে খারাপ দুনিয়াও নাকি ভাল হয়ে যায়। আর আমি তো একটা ছোট্ট মানুষ, তাও আবার তোমার ভালবাসাতে ডুবে ছিলাম।

পারলে না আমায় ভাল করতে? চলেই যেতে হল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.