সারা দেশে গার্মেন্ট কারখানা পরিদর্শনের জন্য প্রায় ২০০ সুপারভাইজার নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এ নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গতকাল এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো আলোচ্যসূচি না থাকায় গার্মেন্টস কারখানার নানা সংকট, দুর্ঘটনা, জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়, ২৬ মার্চ তিন লক্ষাধিক লোকের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন অনির্ধারিত বিষয়ে আলোচনা হয়।
উপস্থিত একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, জিএসপি সুবিধা ফিরিয়ে পাওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয় বৈঠকে। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, জিএসপি সুবিধা ফিরে পেতে যে ১৭টি শর্তের কথা বলা হয়েছিল, এর মধ্যে ১৩টি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। বাকি শর্তগুলোও শীঘ্রই পূরণ করা হবে। তিনি মন্ত্রিসভাকে জানান, শীঘ্রই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে। এ সময় বাণিজ্যমন্ত্রী কারখানা পরিদর্শনের বিষয়ে পরিদর্শক নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। যুক্তাষ্ট্রের দেওয়া শর্তগুলোর মধ্যে এটি অন্যতম। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রী কারখানা (ফ্যাক্টরি) পরিদর্শক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু কারখানা পরিদর্শক নিয়োগ করা জরুরি, তাই সময় নষ্ট না করে পিএসসির মাধ্যমে দ্রুত ২০০ পদে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে পিএসসিতে নন-ক্যাডারে যারা চাকরির জন্য আবেদন করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং চাকরির জন্য অপেক্ষমাণ, তাদের মধ্য থেকে ২০০ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী তাজরীন ফ্যাশন ও রানা প্লাজার দুর্ঘটনার কথা তুলে ধরে বলেছেন, গার্মেন্টসে এ ধরনের দুর্ঘটনার পর বিভিন্ন খবর প্রকাশিত হয়। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে সময়মতো সহযোগিতা পেঁৗছানো যায় না। ক্ষতিগ্রস্তদের যাতে সময়মতো ক্ষতিপূরণ দেওয়া যায় সে জন্য সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া এ ক্ষেত্রে শ্রম, পররাষ্ট্র ও বাণিজ্য এ তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে সেল করে দ্রুত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে ক্ষতিপূরণ দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিভিন্ন পুরস্কারপ্রাপ্তির বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে যেসব পুরস্কার পেয়েছেন সেগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন। বর্তমানে এসব পুরস্কার বঙ্গভবনের তোশাখানায় সংরক্ষিত আছে। এগুলো দর্শনার্থীদের দেখার জন্য একটি উন্মুক্ত স্থানে রাখার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেছেন, এ ক্ষেত্রে নভোথিয়েটার ও সামরিক জাদুঘরের কাছাকাছি কোনো স্থানে এগুলো সংরক্ষণের পদক্ষেপ নেওয়া যেতে পারে। আসছে স্বাধীনতা দিবসে তিন লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ব রেকর্ড তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সরকারি কর্মকর্তাদের ভিসা লাগবে না : এদিকে মন্ত্রিসভার গতকালের বৈঠকে ব্রাজিল ও কম্বোডিয়ার সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ দুটি চুক্তির ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ব্রাজিল ও কম্বোডিয়ায় ভিসা অব্যাহতির সুযোগ পাবেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ব্রাজিল ও কম্বোডিয়ায় ভিসা ছাড়া ৩০ দিন ভ্রমণ করতে পারবেন। একইভাবে ব্রাজিল ও কম্বোডিয়ার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে এ সুযোগ পাবেন। ব্রাজিল ও কম্বোডিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রেও এ সুযোগ কার্যকর হবে। মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের আরও বলেন, এ চুক্তির মাধ্যমে ব্রাজিল ও কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার হবে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। তৈরি হবে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র। পর্যায়ক্রমে ব্যবসায়ীসহ অন্যদের ক্ষেত্রেও ভিসা অব্যাহতির সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। সচিব জানান, এ ছাড়া আরও ১১টি দেশের সঙ্গে একই ধরনের চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।