ঘটনাঃ১
চার পাঁচ দিন আগের ঘটনা। গুলশান-২ নং সিগনালে আটকে আছি। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা , চোখে ভারী চশমা, ৭০ এর মত বয়স হবে, প্রেসক্রিপশন হাতে সাহায্য চাইল। জানতে চাইলাম কি হয়েছে? বৃদ্ধা জানালেন তার মেয়ে হাসপাতালে, অসুস্হ পেটে অপারেশন করতে হবে। এবার ভালো করে দেখবার জন্য প্রেসক্রিপশনটি হাতে নিলাম।
যা দেখলামঃ
রোগীর নামঃ শিল্পী
বয়সঃ ৩০
রোগের বিবরনঃ মিস্ ইউজ অফ ড্রাগস্( ইয়াবা)।
ঘটনাঃ ২
এই ঘটনা আমার এক বড় ভাইয়ের মুখে শুনেছি। আমি তার মুখের ভাষায় গল্পটা বলছিঃ
যাত্রাবাড়ির জ্যামে আটকে আছি। একজন মাঝ বয়সী মহিলা এসে চিকিৎসার জন্য সাহায্য চাইল, গলায় লেমিনেটিং করা প্রেশক্রিপশন ঝুলছে।
রোগীর নামঃ রিনা।
মহিলার কাছে জানতে চাইলাম তোমার নাম কি?
মহিলা উত্তর দিলেনঃ আছিয়া।
ঘটনাঃ ৩
এই গল্পটি আমার সহকর্মীর মুখে শোনা।
ঘটনাস্হল : যশোর।
রিকশায় করে যাচ্ছি, হঠাৎ একজন অন্ধ ভিক্ষুক( দু চোখই অন্ধ) ভিক্ষা চাইল। পকেট থেকে ১০ টা টাকা বের করে ভিক্ষা দিলাম।
ভিক্ষা দেবার পর হঠাৎ কি যেন মনে হলো, ভিক্ষুক কে বল্লাম দেখতো কত টাকা দিয়েছি?
ভিক্ষুকঃ ১০ টাকা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।