আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা কে



সৃষ্টিকর্তা হলো চুম্বক এবং আমরা সেই চুম্বকের ক্ষুদ্রতম কণা

মনে করুন ৫ কেজি ওজনের একটি চুম্বক হলো সৃষ্টিকর্তা। এখন সেই চুম্বকের ২০ গ্রাম চুম্বককে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কনায় বিভক্ত করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো।

আপনি যদি কোন একটি লোহার একটি কনা ঐ ক্ষুদ্র চুম্বক কণার উপরে নিয়ে যান তাহলে চুম্বক কনাটি লোহা কনাটিকে আকর্ষণ করবে। কাছে টানতে না পারলেও টানতে চাইবে।

আমরাও তেমনি সৃষ্টিকর্তার একটি অংশ।

তাই আমরাও সৃষ্টি করতে পারি, এই যেমন পুতুল গড়তে পারি, ছবি আঁকতে পারি, রেলগাড়ি, প্লেন, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি।

সৃষ্টিকর্তার সৃষ্টি বলেই আমরা সৃষ্টি নিয়ে এত আগ্রহ দেখাই। তাইতো জানতে চাই আমাদের সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা কে? হা হা হা চলুন জেনে আসি একটা উদাহরণের মাধ্যমে

মানুষ, গাছ, নদী, চন্দ্র, সূর্য, সাগর, পানি, পশু, পাখি সবাই একটি বৈশিষ্ট্যের অধিকারী আর তা হলো সবাই সৃষ্টি।

এখন আপনি কী বলতে পারবেন, আমার মন কী চাই?
আপনি কী বলতে পারবেন, সূর্য রাতে না উঠে কেন দিনে উঠে?
আচ্ছা বলেনতো প্রশান্ত মহাসাগরে কতটুকু পানি আছে?

পারবেন না, পারবেন না। কিন্তু পারা তো উচিত! কারন আমিও সৃষ্টি, মনও সৃষ্টি, সূর্যও সৃষ্টি, মহাসাগরও সৃষ্টি।

মজার বিষয়টা কিন্তু এখানেই -

আমরা এক সৃষ্টি হয়ে যখন আর এক সৃষ্টিকেই চিনতে পারছি না তখন এই সব সৃষ্টির সৃষ্টিকর্তাকে কীভাবে চিনবো??? আর সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তাকে খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় !!!

আগে নিজেকে চিনুন, সৃষ্টিকে চিনুন, স্রষ্টাকেও চিনতে পাবেন ইনশাআল্লাহ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.