আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টিকর্তা -

সৃষ্টিকর্তা - উপর ওয়ালা একজন আছেন আমাদের সৃষ্টিকর্তা; অনেক যত্নে গড়েছিলেন পৃথিবী আর তার প্রিয় মানব জাতি হরেক রকম, হরেক বরণ, হরেক রঙের মানুষ হরেক ধর্ম, হরেক সময়, হরেক সৃষ্টি তার বড্ড ভালোবেসে মানব জাতিকে আর এই পৃথিবীকে জল, আলো, হাওয়া দিয়ে গড়েছিলেন মানব জাতি অনেক আনন্দ নিয়ে; তিনি কারো কাছে খোদা কারো বিধাতা কারো ঈশ্বর কারো ভগবান আর কারো কাছে তিনি অস্তিত্বহীন বিশ্বাস বেশিরভাগ মানুষের একেশ্বর কেও বা নাস্তিক তারা ভাবে সৃষ্টির সবই নশ্বর। অথচ আজ আমরা কি দেখছি আজ কোনদিকে চলেছে মানব জাতি? আজ যেন প্রলয়ঙ্করী কেয়ামত নজদিক যেন ভয়ে ভীত সন্ত্রস্ত ন্যুজ চারিদিক আজ ক্রোধের খড়গে চারিদিক ধ্বংস লীলা আজ বোধের জমিতে চাষ হয় ষড়রিপু প্রতিবাদী স্বত্বা মরে গেছে যেন মানুষের মাঝে বসবাস চারিদিকে কাপুরুষ আর কিছু ভীতু এ আজ আমরা বোধের কেমন রূপ আঁকি? নাস্তিক নই আমি তবু যেন মাঝে মাঝে চারিদিকে সৃষ্টির লজ্জায় অবনত এক একেশ্বর এর রূপ দেখি। আজ চারিদিক জুড়ে ভ্রষ্ট ভালোবাসার নষ্ট যৌবন পরকীয়া নামক নতুন এক বিষের বপন পরিবার পরিজন পরস্পর হয়ে ওঠে দুর্জন আজ চারিদিক জুড়ে প্রতিযোগিতা সম্পর্কের ছেদন যেন কারো বলার কিছু নেই যেন কারো করার কিছু নেই যে যার মত কষ্টেসৃষ্টে টেনে যাচ্ছে জীবন এ আজ আমরা সম্পর্কের কেমন রূপ আঁকি? আস্তিক মানুষ আমি তবু যেন মাঝে মাঝে চারিদিকে অথর্ব ভাঙ্গাচোরা এক ঈশ্বর এর রূপ দেখি। আজ দেখি অনাচার অবহেলা চারিদিক জুড়ে মানুষই, মানুষের মাঝে নিজেদের ঘিরে চাই ধন দৌলত আর অপার ক্ষমতা সব দেখে মনে হচ্ছে যেন চেয়েও দেখেন না তার সৃষ্টিকে বিধাতা যেন প্রয়োজন ফুরিয়েছে আজ মানব জাতির বসবাসের অযোগ্য এ পৃথিবীর এ আজ আমরা পৃথিবীর কেমন রূপ আঁকি? নাস্তিক নই আমি তবু যেন মাঝে মাঝে চারিদিকে তার প্রিয় সৃষ্টি মানুষের কাছে হেরে যাওয়া এক বিধাতার রূপ দেখি। ঈশ্বর, আল্লাহ্‌ কিংবা ভগবান বসে আছেন উপরে সাত আসমান ওখান থেকে দ্বিধা ভরে যেন তাকিয়ে আছে পৃথিবীর পানে করুণার দৃষ্টিতে অসহায় অবলোকনে; দেখছে তার হাতে গড়া শ্রেষ্ঠ মানব সৃষ্টিকে ভালোবাসায় হৃদয় পূর্ণ করে পাঠিয়েছিল যাদের এই রূপ, রস, গন্ধমাখা পৃথিবীর মাঝে আজ যেন তিনি নিজেই করতে পারছেন না ভেদাভেদ পশু জাতি আর তার শ্রেষ্ঠ সৃষ্টি - মানবের মাঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.