আমি সফল হতে চাই
নাস্তিক বলে যে সৃষ্টিকর্তা কি নিজেকেনিজে ধংস করেতে পারে?যদি পারে তাহলে তো তিনি অবিনশ্বর নন অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা নন!আবার যদি ধংস করতে না পারেন তাহলে তো তিনি একটি কাজ করতে পারলেন না অর্থাৎ তিনি সর্বশক্তিমান নন,তার মানে তিনি সৃষ্টিকর্তা নন!ফলাফল সৃষ্টিকর্তা নেই!
জবাব:বিজ্ঞান বলে যে মানুস কোনো কিছুকে ধংস করা যায়না,শুধু তার রূপান্তর করা যায় অর্থাৎ এক শক্তির রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়,মানুস একে ধ্বংস বা সৃষ্টিকর্তা করতে পারেনা/আর সৃর্তিকর্তা নিজেকে নিজে ধংস করতে পারেন তবে ধংসের পরে তার যে রূপ তাও সৃষ্টিকর্তা অর্থাৎ তার রূপান্তর শুধু সৃতিকর্তাতেই,তার মানে তিনি অবিনশ্বর ও সর্বশক্তিমান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।