ভাংচুর হবে,ভাংচুর হবে
সব ভেঙে-চুরে হবে চুরমার,
অত্যাচারীর যতো প্রাসাদ-অট্টালিকা
আজ, জ্বলে-পুড়ে হবে ছাড়খার ।
বিপ্লবীদের এই আগুনে, পুড়ে
সব শোষক হবে ছাই,
দামী পালঙ্ক-বালিশ-তোষকে
হবেনা তাদের রেহাই।
বাদ যাবে না কোন
সৃষ্টিকর্তা মহান,
যারা সৃষ্টির বিভৎস বিনাশে
মুদেছে তাদের চোখ
আর মানুষের আর্তচিৎকারে
রোধিছে তাদের কান।
গড-আল্লাহ-ভগবান
কি ঈশ্বর,
তব দুয়ারে আজ করবে ভাংচুর
পৃথিবীর যত নশ্বর।
অনিশ্চয়তা আর আশঙ্কায়
মোদের রেখে বাহিরে,
সৃষ্টিকর্তা থাকবে কেন স্বর্গে,
কিংবা চার দেয়ালের ভেতরে?
তাই, ভাংচুর হবে প্যাগোডা-গীর্জায়
মসজিদে এবং মন্দিরে,
চার দেয়াল ছেড়ে আসতে হবে তাকে
মর্ত্যবাসীর কাতারে, দুর্গতদের উদ্ধারে।
ভাংচুর হবে অসুরের সুরে
সংস্কার হবে কুসংস্কারে,
আলোকবর্তিকা জ্বালবো মোরা
নিকষ কালো আধাঁরে।
নিয়ম আজ গড়বো মোরা
সব অনিয়ম ভেঙেচুরে। ভাংচুর হবে,ভাংচুর হবে
সব ভেঙে-চুরে হবে চুরমার,
অত্যাচারীর যতো প্রাসাদ-অট্টালিকা
আজ, জ্বলে-পুড়ে হবে ছাড়খার ।
বিপ্লবীদের এই আগুনে, পুড়ে
সব শোষক হবে ছাই,
দামী পালঙ্ক-বালিশ-তোষকে
হবেনা তাদের রেহাই।
বাদ যাবে না কোন
সৃষ্টিকর্তা মহান,
যারা সৃষ্টির বিভৎস বিনাশে
মুদেছে তাদের চোখ
আর মানুষের আর্তচিৎকারে
রোধিছে তাদের কান।
গড-আল্লাহ-ভগবান
কি ঈশ্বর,
তব দুয়ারে আজ করবে ভাংচুর
পৃথিবীর যত নশ্বর।
অনিশ্চয়তা আর আশঙ্কায়
মোদের রেখে বাহিরে,
সৃষ্টিকর্তা থাকবে কেন স্বর্গে,
কিংবা চার দেয়ালের ভেতরে?
তাই, ভাংচুর হবে প্যাগোডা-গীর্জায়
মসজিদে এবং মন্দিরে,
চার দেয়াল ছেড়ে আসতে হবে তাকে
মর্ত্যবাসীর কাতারে, দুর্গতদের উদ্ধারে।
ভাংচুর হবে অসুরের সুরে
সংস্কার হবে কুসংস্কারে,
আলোকবর্তিকা জ্বালবো মোরা
নিকষ কালো আধাঁরে।
নিয়ম আজ গড়বো মোরা
সব অনিয়ম ভেঙেচুরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।