চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি গতকাল মারা গেছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার আবুল কাশেম ও হেফাজুল ইসলামের লোকজজনের মধ্যে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষ বাধে। এ ঘটনায় আবুল কাশেম, জহিরুল ইসলাম ও হেফাজুল ইসলাম চৌধুরী গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল জহিরুল ইসলাম মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলার শোলাবাড়ির গ্রামের সাদেক সরদার বাড়ির এক নারীকে উত্ত্যক্তের জেরে মঙ্গলবার রাতে মাক্কি মিয়ার বাড়ির হাবিবকে মারধর করা হয়। এর জেরে ওই রাতেই প্রতিপক্ষের শরীফকে মারধর করে মাক্কি মিয়ার লোকজন। এ ঘটনায় সকাল ১০টার দিকে মাক্কি বাড়ির লোকজন সাদেকের বাড়িতে হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।