আমাদের কথা খুঁজে নিন

   

রচিত ভাবনা

কলপনার মাঝে ভেসে আছি ভাবনা আমার উদাসমনে , খোলা আকাশের উন্মোচনে । ভাবনা আমার শীতল ছোয়ায় মিষ্টি রোদের সিক্ত হাওয়ায় । ভাবনা আমার রং মিছিলে গল্পে বসা এক বিকেলে । ভাবনা আমার কাব্য লেখায় প্রজাপতির পাখনা মেলায় । কাতরমনে অচীন ঢেউ ডাকছে দূরের কোন সে বউ, ঝড়ের বার্তা বইছে চলে নৌকা থামাও বৈঠা ঠেলে ।

ভাবনা আমার উদাস মনে মন মাতানো সুরের টানে । ভাবনা আমার শিরা প্রশাখায় রন্ধ্রে রন্ধ্রে ক্ষুদ্র কনায় । ভাবনা আমার হৃদয় জুড়ে সুখের তরী ভাসাই ভোরে । সাঝবেলাতে জালাই বাতি নিপুন হাতে বুনছে তাঁতি । ভাবনা আমার উদাস মনে খোলা আকাশের উন্মোচনে ।

ভাবনা আমার বাচিবার তরে সুখ খুজেছি পাখির নীড়ে । ভাবনা আমার হৃদয় জুড়ে সার্থক হব মরিবার পরে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।