নতুন সরকার দায়িত্ব নেওয়ার খবরে চাঙ্গা মেজাজে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) বছরের প্রথম রেকর্ড পরিমাণ ৬০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে প্রায় ৩০ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সূচক লেনদেন বেড়েছে।
ডিএসইতে সূচকের ঊধর্্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দিনভরই এই প্রবণতা অব্যাহত ছিল। লেনদেন শেষে ডিএসইএঙ্ ব্রোড সূচক ৩০ বেড়ে ৪ হাজার ৪৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬১৯ কোটি টাকার শেয়ার। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন। লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৮৮টি ও অপরিবর্তিত ছিল ৩৬টির শেয়ার দর। লেনদেনের শীর্ষে ছিল গোল্ডেন সন্স, অলিম্পিক ইন্ডা., সামিট পূর্বাচল, এ্যাপোলো ইস্পাত, বেঙ্গল উইন্সোর, ডেল্টা লাইফ, জেনারেশন নেঙ্ট, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল ও অ্যাক্টিভ ফাইন।
সিএসইর সার্বিক সূচক ৯৯ বেড়ে ১৩ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি টাকার শেয়ার।
বিএসইসিতে নতুন বিভাগ চালু : দেশের শেয়ারবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় বৈদেশিক প্রতিনিধি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (বিএসইসি)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।