আমাদের কথা খুঁজে নিন

   

তুমি নামে ঘুম হবে মৃত্যুর কাছাকাছি



তুমি নামে ঘুম হবে মৃত্যুর কাছাকাছি

-------------কয়েছ আহমদ বকুল

না ঘুমাতে ঘুমাতে কাঁটা ফোটে করুণ জলাধারে
মধ্যাহ্ন রাত্রিক তিয়াস
ক্ষুধার্ত তপস্যার সারিতে দাঁড়িয়ে পরিণতি খোঁজে
আর তুমি বুঝি শীত নিদ্রা শুভ্র সুধা স্বজন সোনা
হাতের কাঁকন ভাঙা অন্যগতা নীল

তোমার অপেক্ষায় জেগে থাকা
আঁকাবাঁকা ভেজাল স্বপ্নের শহরে একাকী
দূর পাখী; কষ্ট মাখা আহ্লাদ ক্ষণ
অগণন বেদনার্ত আঁখির উত্তাপ
পাপ অভিশাপ হয়ে
সন্তরপণ নিঃশ্বাস হয়ে আমাকে জাগিয়ে রাখে
গহন আন্ধার বুক উন্মুখ আশিস বনে
তোমাকে ছুঁতে চায় বোধ

না ঘুমাতে ঘুমাতে
এতোটা ক্লান্ত করুণ কিন্নর হয়ে আছি
বিরহ পাহাড় শেষে
তুমি নামে ঘুম হবে মৃত্যুর কাছাকাছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.