আমাদের কথা খুঁজে নিন

   

স্থিতিশীল শেয়ারবাজারের প্রত্যাশা

আলী রিয়াজ

স্থিতিশীল শেয়ারবাজার চান ২০১০ সালে ভয়াবহ কারসাজির ঘটনায় সর্বস্ব হারানো বিনিয়োগকারীরা। কারসাজির তিন বছর কেটে গেলেও কেউ ফিরে পাননি তার পুঁজি। নতুন সরকার বাজারে ইতিবাচক পদক্ষেপ নেবেন এ আশায় দিন গুনছেন কারবারিরা। বাজার শক্তিশালী করতে বৃহৎ কোম্পানির তালিকাভুক্ত করাসহ সহায়ক মুদ্রানীতি প্রণয়নের দাবি বিনিয়োগকারীদের। গত এক বছরের বাজার পরিস্থিতি নিয়ে শেয়ারবাজার-সংশ্লিষ্টরা বলছেন, কারসাজির ঘটনার পর শেয়ারবাজারের ব্যাপক উন্নয়ন ঘটলেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভবান হননি।

এ সময় নানামুখী পদক্ষেপ নিয়েও কারসাজি ঠেকাতে পারেনি কর্তৃপক্ষ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে বলে অনেকে মনে করছেন। জানা গেছে, গত এক বছরে শেয়ারবাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। ১৮টি কোম্পানি ও ২টি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এ টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে বৃহৎ মূলধনের কোনো কোম্পানি ছিল না।

কয়েক দফা ঘোষণার পরও গত এক বছরে সরকারি কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়নি। রাইট ইস্যুসহ শেয়ারবাজার থেকে মোট দেড় হাজার কোটি টাকা তুললেও বাজার মূলধন এগিয়েছে মাত্র ২০ হাজার কোটি টাকায়। ডিএসই সূত্রে দেখা যায়, চলতি জানুয়ারি শুরু হওয়ার পর বাজারের সূচক ও লেনদেন ঊধর্্বমুখী রয়েছে। ডিএসইর সহ-সভাপতি মিজানুর রহমান খান বলেন, আগের বছরের একই সময়ের তুলনায় বর্তমানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সময় স্টক এঙ্চেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বছরের শেষের দিকে আইওএসসিওর বিএসইসি 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছে; যা আন্তর্জাতিক স্বীকৃতি।

এ স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীর পাশাপাশি বড় বিনিয়োগকারীর আস্থা ফিরে আসেনি। এ ছাড়া ঘোষিত প্রণোদনা প্যাকেজ এখন বাস্তবায়ন হয়নি। ফলে আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা। চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন বলেন, গত এক বছরে দেশের অর্থনীতির সব সূচক ভালো ছিল।

তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সব খাতেই নেতিবাচক প্রভাব পড়েছে। এখন সরকারের দৃষ্টি রাখতে হবে ২০১০ সালের পুনরাবৃত্তি যেন না ঘটে। খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ২০১০ সালে কারসাজির ঘটনায় কয়েকজন দায়ী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করলে বাজারে সবার আস্থা ফিরে আসত। এখন আস্থা ধরে রাখতে কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে বাজার।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.