আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে বিক্ষোভ বিরোধী আইন পাস

ইউক্রেনে বিক্ষোভ-প্রতিবাদ দমন আইন পাস করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অনুগত সংসদ সদস্যরা সংসদে 'বিতর্কিত' ওই আইন পাস করেন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন ঠেকাতে এ ব্যবস্থা সরকার গ্রহণ করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়। নতুন আইনে জনগুরুত্বপূর্ণ এলাকায় অনুমতি ব্যতিরেকে তাঁবু গেড়ে অবস্থান কিংবা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর কোনো মন্তব্য বা বিবৃতি দেওয়া যাবে না। সময়সাপেক্ষ প্রচলিত ইলেকট্রনিক ভোটিং-এর পরিবর্তে দ্রুত এ আইনটি পাস করা হয়। বিরোধীরা বলছেন, আইনটি অবৈধ। এর ফলে আগামীতে সরকার বিরোধী আন্দোলন আরও চাঙ্গা হবে বলে দাবি করেন তারা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ আইন পাসে উদ্বেগ প্রকাশ করেছে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.