যেখানেই যাই- প্রান্তরে বা হোটেলে, জঙ্গলে বা
জাহাজে, বিশ্ববিদ্যালয়ে কিংবা জাতিসংঘপাড়ায়
সবখানে বিদ্ধ করে স্মার্ট আলোর ড্রোন
হোমারের পাশে বসে বন্ধ দুচোখ দেখে-
আলোর কাঁটা মেলে সূর্য একটা মাতাল সজারু
নেচে যায় নগ্ন দুপায়ে আর
ভাঁজখোলা হৃদয়ের দুইপাশে
ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন শান্তিকামী সবুজাভ চারা।
যে-অন্ধকার 'আসুন বাবুজী' বলে ডেকে নিতো
ঘরহীন কবি আর পথহীন পথিককে-
অকৃত্রিম নিবিড় প্রবোধে,
যার ডাকে একদিন পাষাণ বেদীতে এসে
প্রণয়ের পুরোহিত লোক ও লোকান্তরের কবি,
আজ তারও বুকে নেই- সেদিনের সেই প্রতিষেধী প্রেম।
আহ্নিকগতির রথে চড়ে খুঁজে ফিরি আলো-অাঁধারির
নোম্যানস ল্যান্ড; কোথায় নোম্যানস ল্যান্ড?
ধূসর দু'চোখ ফেঁড়ে ঢুকে যায়-
সূর্য-নির্গত শাদা-শাদা সজারু
অাঁধারের উদর হতে বেরিয়ে আসা পরাক্রান্ত শুয়োরের পাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।