ছাত্রীদের সঙ্গে আপত্তিজনক আচরণ, প্রাইভেট পড়তে ও সাজেশন নিতে বাধ্য করার অভিযোগে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সেই শিক্ষককে অবশেষে বদলি করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, বদলির আদেশ দেওয়া কর্মকর্তাকে ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে নতুন কর্মস্থল পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে যোগদান করতে হবে। এর আগে কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রীরা গত শনিবার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হায়াত মাহমুদ রাসেল ও ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এনামুর রশিদের অপসারণ দাবি করে শহরে ও কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। এরপর কলেজ কর্তৃপক্ষ এনামুর রশিদকে অপসারণ করলেও হায়াত মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বুধবার ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।