আমাদের কথা খুঁজে নিন

   

স্থগিত শিক্ষক নিয়োগ বোর্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক নিয়োগে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে অনেক যোগ্য প্রার্থীদের ভাইভা কার্ড ইস্যু করা হয়নি। কোনো অভিজ্ঞ সদস্য ছাড়াই বোর্ড বসানোর জন্য ভিসি চেষ্টা করলেও লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামালের আপত্তির মুখে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। গতকাল নিজ অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামাল এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে মাসুদা কামাল বলেন, নিয়োগ বোর্ডের জন্য বিশেষজ্ঞ সদস্যকে উপস্থিত থাকার জন্য কমপক্ষে এক সপ্তাহ আগে জানাতে হয়। অথচ এ নিয়োগে বিশেষজ্ঞ হিসেবে ঢাবি লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহব্বত খানকে রবিবার জানানো হয়েছে। ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। আরেক বিশেষজ্ঞ দেশের বাইরে অবস্থান করছেন বলেও জানা যায়। তিনি আরও বলেন, বর্তমান উপাচার্য সব নিয়ম-নীতি তোয়াক্কা না করে পদোন্নতিতে স্বেচ্ছাচারিতা করেছেন। পদোন্নতির নীতিমালা রাষ্ট্রপতি কর্তৃক পাস না হওয়ার পরও অভিজ্ঞতা ও প্রকাশনার শর্তপূরণ না করা সত্ত্বেও তিনি নিজের পছন্দের শিক্ষকদের ইচ্ছা মতো পদোন্নতি দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, নতুন চালু করা প্রত্নতত্ত্ব বিভাগটি কোন অনুষদের অধীনে এ বিষয়টিই একাডেমিক কাউন্সিল কিংবা সিন্ডিকেটে পাস করা হয়নি। ওই বিভাগে শিক্ষক নিয়োগের ভাইভা গতকাল অনুষ্ঠিত হয়। যেখানে অনুষদের ডিনকে উপস্থিত রাখা হয়নি। বিশেষজ্ঞ দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আবেদনকারী সবাই ওই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা। অভিযোগ পাওয়া যায়, পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে অনেক যোগ্য প্রার্থীকে ভাইভা কার্ড ইস্যু করেনি। ভুক্তভোগী কয়েকজন আবেদনকারী সাংবাদিকদের বলেন, ভিসির পছন্দের প্রার্থী থাকায় বেছে বেছে ভাইভা কার্ড পাঠানো হয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

উপাচার্য ড. আমির হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মনীতি সব ঠিক রেখেই নিয়োগ কার্যক্রম চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.