আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রতিরোধ্য অ্যাটলেটিকো

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে টপকে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদের আগমন ঘটেছে মৌসুমের শুরু থেকেই। তবে এখানেই থেমে থাকেনি তারা। বরাবরই হুমকি দিয়ে চলেছে বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার। লা লিগায় প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে বার্সেলোনার কাঁধে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদের চাপিয়ে দেওয়া পর্বতসম বোঝা! গত শনিবার লা লিগায় নিজেদের ১৮তম ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়ে সেই বোঝা অ্যাটলেটিকো মাদ্রিদ আরও একবার চাপিয়ে দিয়েছে কাতালানদের কাঁধে। গত রাতে এল্চের বিপক্ষে বার্সা জয় কোনো দুর্ঘটনায় পড়ে থাকলে স্প্যানিশ লিগে এককভাবে শীর্ষে পেঁৗছে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

মালাগার বিপক্ষে ম্যাচটা খুব সহজ ছিল না অ্যাটলেটিকোর জন্য। কোচ সাইমন প্রতিপক্ষের গুরুত্ব স্বীকার করেই নিজের সেরা দলটা নামিয়ে দিয়েছিলেন মাঠে। দিয়েগো কস্তা ছাড়াও দলে ছিলেন ডেভিড ভিয়া অলিভিয়ের তোরেসরা। লা লিগার সর্বোচ্চ গোলদাতা দিয়েগো কস্তা এই ম্যাচে ছিলেন অনেকটাই নিষ্প্রোভ। আলো ছড়ালেন ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার কোকে।

ম্যাচের ৭০তম মিনিটে জয়সূচক গোলটা করেন তিনিই। এই জয়ে ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট অর্জন করে লা লিগার শীর্ষে উঠে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ (গত রাতে জয় পেয়ে থাকলে বার্সেলোনা শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে)। বার্সেলোনা গতকাল পর্যন্ত ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ছিল দ্বিতীয় স্থানে।

দীর্ঘদিন আগে অ্যাটলেটিকোর কোচ সাইমন মন্তব্য করেছিলেন, লা লিগা একঘেয়ে লিগ। এবার তিনি দৃষ্টিভঙ্গি বদলেছেন।

গত ম্যাচে মালাগাকে হারানোর পর সাইমন বলেছেন, 'সম্ভবত লা লিগার জন্য 'একঘেয়ে' শব্দটা ছিল ভুল। ' তবে সেসঙ্গে তিনি এটাও স্বীকার করেন, লা লিগায় শিরোপা জয়ের সুযোগ খুব কম। কারণ, এখানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে লড়াই করে শিরোপা জয় করা অনেকটাই অসম্ভব। এদিকে লা লিগায় গত শনিবার জয় পেয়েছে ভ্যালেন্সিয়া এবং আলমেরিয়া। ভ্যালেন্সিয়া ২-০ গোলে হারিয়েছে লেভেন্তেকে।

অন্যদিকে ৩-০ গোলে গ্রানাডার বিপক্ষে জয় পেয়েছে আলমেরিয়া।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.