ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে হৃত্বিক বলেন, “কৃষের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আমি শিখেছি, কেবল মুখোশ পরে বিল্ডিংয়ের উপর দিয়ে উড়লেই সুপারহিরো হওয়া যায় না। এর জন্য দরকার হয় ভেতর থেকে আসা শক্তির। কৃষের পোশাক পরলেই আমার তাই এক ধরনের মানসিক পরিবর্তন হয়; নিজেকে তখন পুরোপুরি অপ্রতিরোধ্য মনে হয় আমার।”
হৃত্বিক আরও জানান, তার ক্যারিয়ারে নিজের অভিনীত অন্য কোনো চরিত্রই তাকে এতটা প্রভাবিত করতে পারেনি, যতটা করেছে কৃষ। তিনি বলেন, “মনে হয়, কৃষ চরিত্রটি আমার উপর যতখানি প্রভাব বিস্তার করেছে, আমার সারাজীবনে অভিনয় করা অন্য কোনো চরিত্র ততখানি করেনি।”
সুপারহিরো মুভি সিরিজ ‘কৃষ’ এর তৃতীয় পর্ব ‘কৃষ থ্রি’ মুক্তি পাবে ১ নভেম্বর। রাকেশ রোশান পরিচালিত ওই সিনেমায় হৃত্বিকের পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানৌত এবং বিবেক ওবেরয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।