আমাদের কথা খুঁজে নিন

   

এক পলক

বৌ-শাশুড়ির বিষপান

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে বিষপান করে আত্দহত্যার চেষ্টা করেছেন বৌ-শাশুড়ি। এতে শাশুড়ি রুমা বেগমের মৃত্যু হয়েছে। আর অসুস্থ হয়ে হাসপাতালে পুত্রবধূ লোবানা বেগম। সদর উপজেলার মধুপুর গ্রামে গতকাল ভোরে এ ঘটনা ঘটে।

-গোপালগঞ্জ প্রতিনিধি

হাতির আক্রমণে মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম নুরুল ইসলাম (৫৪)। শনিবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলীর প্রধান ঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় শুক্রবার রাতে বন্যহাতির দল গুঁড়িয়ে দিয়েছে ছয় কৃষকের বসতবাড়ি। এ সময় হাতির আক্রমণে মারা যায় একটি গরু ও ছাগল।

-বান্দরবান ও জামালপুর প্রতিনিধি

মরা গরুর মাংস বিক্রি করায়...

মেহেরপুর শহরের নিউমার্কেট থেকে মরা গরুর মাংস বিক্রিকালে ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় সুজন নামে অপর এক ব্যবসায়ী পালিয়ে যায়। আটকরা হলো ইসরাইল ও মিন্টু।

-মেহেরপুর প্রতিনিধি

বরের আত্দহত্যা

মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক কলহের জেরে ওয়ালিমার অনুষ্ঠান চলাকালে গলায় ছুরি চালিয়ে আত্দহত্যা করেছে বর ফজলুল হক (৩৫)। তিনি উপজেলার দাসের বাজার ইউপির সুড়িকান্দি গ্রামের মৃত মুফচ্ছির আলীর ছেলে।

-মৌলভীবাজার প্রতিনিধি

মাদকসহ ট্রলার জব্দ

কঙ্বাজারের টেকনাফে নাফনদীর মোহনায় ৬০ লাখ টাকার মাদকসহ একটি ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে ঝালকাঠিতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হল- বাকেরগঞ্জের নজিবুর রহমানের স্ত্রী শিউলী বেগম (৩৫) ও তার বোনের ছেলে মনজুরুল আলম (৩০)।

-টেকনাফ ও ঝালকাঠি প্রতিনিধি

ট্রাক ছিনতাই

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় ট্রাক ড্রাইভার, হেলপার ও রাখলকে মারধরের পর অজ্ঞান করে মহিষসহ ট্রাক নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল সকালে ঘিওর থানা পুলিশ মহাসড়কের পাশে সরিষা খেত থেকে আহত ট্রাক ড্রাইভার মাহাবুব, হেলপার তবিবর ও রাখাল বিল্টুকে উদ্ধার করে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।

-মানিকগঞ্জ প্রতিনিধি

হাত-পা বেঁধে সর্বস্ব লুট

সিরাজগঞ্জে মহাসড়কে গাছের গুড়ি ফেলে ট্রাকের গতিরোধ করে ট্রাকে থাকা গরু ব্যবসায়ীদের হাত-পা বেঁধে সশস্ত্র ডাকাতদল প্রায় ৩৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বাদশা নামে এক ডাকাতকে আটক করে। শুক্রবার রাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

-সিরাজগঞ্জ প্রতিনিধি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.