আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক অস্থিরতা

হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি ক্রেতা এবং বিনিয়োগকারীরা বাংলাদেশমুখী হচ্ছেন না। হোটেল ব্যবসায় নভেম্বর থেকে জানুয়ারি সময়কে বলা হয় পিক সিজন। কিন্তু দেশের পাঁচতারা হোটেলগুলোতে এখন চলছে গ্রাহক খরা। যে সময় হোটেলে সিট পাওয়া দুরূহ হয়ে ওঠে সে সময় শতকরা ৪০ ভাগ সিট খালি যাচ্ছে। বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকের অর্ডার পাওয়া যায় নভেম্বর-ডিসেম্বর মাসে। ক্রেতারা এ সময়ে ব্যাপকভাবে বাংলাদেশ সফর করেন ও গার্মেন্ট পরিদর্শন করে অর্ডার দেন। হরতাল ও রাজপথের সহিংসতার কারণে বিদেশিরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশমুখী হতে ভয় পাচ্ছেন। কোনো কোনো দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের বাংলাদেশ সফরকে নিরুৎসাহিত করছে। রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ক্রেতারা বাংলাদেশে না আসায় দেশের উদ্যোক্তাদের তাদের পেছনে ছুটতে হচ্ছে। একই সময়ে একাধিক ক্রেতা সময় দেওয়ায় সমন্বয় করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সংকট নিরসনের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে সে প্রশ্ন ক্রমান্বয়ে দানা বেঁধে উঠছে। হরতাল ও রাজপথের সহিংসতার কারণে রপ্তানি পণ্য সময়মতো জাহাজিকরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমদানিকৃত পণ্য সময় মতো ছাড় এবং বিতরণ করা অসম্ভব হয়ে পড়ায় পণ্যের দাম বাড়ছে। ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতার খবর বিদেশি সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে ছাপা হচ্ছে। বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসায় জাতিসংঘ মহাসচিব এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একের পর এক প্রচেষ্টায় সমঝোতার কোনো লক্ষণ স্পষ্ট না হওয়ায় বাংলাদেশে কী ঘটতে যাচ্ছে সে সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে সংশয় বাড়ছে। উচ্চমাত্রার প্রবৃদ্ধির কারণে যখন বাংলাদেশকে বিকাশমান দেশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে তখন কাণ্ডজ্ঞানহীন রাজনীতি ১৬ কোটি মানুষের এই জাতির যাত্রাপথকে কণ্টকিত করছে। নিরুৎসাহিত করছে বিদেশি বিনিয়োগ। উন্নত বিশ্বের কাতারে ওঠার জন্য যখন প্রয়োজন জোরকদমে হাঁটা তখন আমরা নিজেদেরই পঙ্গু করে রাখছি। বৃহত্তর জাতীয় স্বার্থে এই অকাম্য অবস্থা থেকে দ্রুত সরে আসতে হবে। আত্দঘাতী পথ এড়িয়ে জাতীয় সমঝোতা গড়ে তুলতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.