s
যদি স্পর্শ করো
প্রতিজ্ঞা করতে পারি, আমি সহমরণে যাবো।
বোধের দেয়ালে যেটুকু জলছাপ
অবেলার কার্নিশে যে জল ঝরে টুপটাপ
ওতে আমি সুখের প্রলেপ হবো
যদি স্পর্শ করো
প্রতিজ্ঞা করতে পারি, ও হৃদয়ে নির্বাসিত হবো!
একদিন মৃত্যুর মতো, স্বপ্নহীন হাতের মতো
তুলে ধরবো অস্থিশূন্য করযুগল
সামরিক বুটের তলায় লেপ্টে যাক অবশিষ্ট দেহাবশেষ
যদি বিশ্বাসে বাঁধতে পারো
প্রতিজ্ঞা করতে পারি, রক্ততিলক দেবো
সিঁথির সুতীব্র উদ্যানে এক অনবদ্য গোলাপ!
যদি প্রতিজ্ঞা করো
আমি পাহাড়ের উচ্চতা নিয়ে নতজানু রবো
আমাদের অনুচ্চ প্রলাপ
বিধিনিষেধের লিপিবদ্ধ সংলাপ
ওসবে সফেন চাদরে বৈধতা দেবো।
যদি প্রতিজ্ঞা করো
নির্বিকার হেসে বলতে পারি, আমি সহমরণে যাবো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।